ছবি: সংগৃহীত
চলতি বছরের জানুয়ারি থেকে যৌন নিপীড়নের অভিযোগে স্পেনের কারাগারে বন্দী আছেন ব্রাজিলের ডিফেন্ডার দানি আলভেজ। সর্বশেষ শুনানিতে বাদি পক্ষের আইনজীবীরা তার ৯ বছরের জেল দাবি করেছেন।
গত বছর কাতার বিশ্বকাপ শেষে স্পেনের বার্সেলোনায় ছুটি কাটাতে যান আলভেজ। সেখানে এক নারীর সঙ্গে নাইট ক্লাবের বাথরুমে অন্তরঙ্গ সময় কাটান বার্সেলোনা, জুভেন্টাস ও পিএসজির সাবেক এই ডিফেন্ডার। তবে পরে সেই নারী তার বিরুদ্ধে থানায় ধর্ষনের অভিযোগ করেন।
এরপর মামলার শুনানিতে হাজিরা দিতে আদালতে উপস্থিত হলে আলভেসকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। শুরু থেকেই নিজের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করে আসছেন আলভেস। কিন্তু দিন যত গড়িয়েছে তত ফেঁসে গেছেন ব্রাজিলের হয়ে ১২৬ ম্যাচ খেলে এই ডিফেন্ডার।
বাদি পক্ষের ভাষ্য অনুযায়ী, নৈশ ক্লাবে সাক্ষাতের পর সেই নারীকে ছোট্ট একটি কক্ষে নিয়ে যান আলভেস। পরে ওই নারী দাবি করেন, তিনি জানতেন না ওটা টয়লেট ছিল। কক্ষের ভেতরে ঢোকার পর জবরদস্তি করা শুরু করেন আলভেস।
স্পেনের আইন অনুযায়ী, ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে ১৫ বছরের কারাবাসের শাস্তিও হতে পারে। তবে স্প্যানিশ সংবাদ মাধ্যম মুন্ডো দেপর্তিভো জানিয়েছে, আলভেজকে ৯ বছরের কারাদণ্ডের পাশাপাশি তার থেকে দেড় লাখ ইউরো ক্ষতিপূরণ দাবি করেছেন বাদি পক্ষের আইনজীবীরা ।একই প্রতিবেদনে তারা জানায়, শুনানি শেষ পর্যায়ে আছে। রায়ে বড় সাজার মুখে পড়তে পারেন আলভেস।
স্পোর্টস ডেস্ক
মন্তব্য করুন