• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* ভারত-পাকিস্তান যুদ্ধে নতুন আলোচনায় ইসরায়েলি ড্রোন * ভারতে হামলার অভিযোগ অস্বীকার পাকিস্তানের * আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করে প্রজ্ঞাপন জারি * জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে স্নিগ্ধর পদত্যাগ * আবদুল হামিদের দেশত্যাগ, বরখাস্ত-প্রত্যাহার ৩ পুলিশ কর্মকর্তা * জড়িতদের শাস্তি দিতে না পারলে চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা * ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের: স্বীকার করল দিল্লি * ভারতের হামলায় পাকিস্তানে নিহত শতাধিক: রাজনাথ সিং * প্রথমবারের মতো রাফাল ভূপাতিত করে তাক লাগালো পাকিস্তান * প্রসূতিকে নিয়ে আসছিলেন হাসপাতালে, বাসচাপায় প্রাণ গেলো ৫ জনের

হোমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় জিয়াউদ্দিন রুফি আটক

news-details

সংগৃহীত


ছোট পর্দার অভিনেত্রী হোমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় মোহাম্মদ জিয়াউদ্দিন রুফিকে আটক করেছে র‍্যাব। আজ শুক্রবার দুপুরে তাকে আটকের কথা নিশ্চিত করেন র‍্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন। তবে তাকে কোথা থেকে এবং কখন আটক করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। 

গতকাল বৃহস্পতিবার বিকেলে মারা যান হোমায়রা হিমু। রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। 

সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) জ্যোতির্ময় সাহা বলেন, ‘অভিনেত্রী হোমায়রা হিমুর রুমে সিলিং ফ্যান ছিল না। ফ্যান লাগানোর ওই হ্যাঙ্গারে নাইলনের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়।’ 

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা প্রাণ রায় বলেন, ‘উরফি জিয়া (জিয়াউদ্দিন রুফি) নামে হিমুর এক বন্ধু বিকেল ৩টার দিকে তার বাসায় যায়। পরে উরফি জিয়া (বন্ধু), মিহির (মেকআপ আর্টিস্ট) ও ওই বাড়ির দারোয়ান তিনজন মিলে হিমুকে হাসপালাতে নিয়ে আসেন। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে উরফি জিয়া সেখান থেকে চলে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হিমুর মোবাইলটাও পাওয়া যাচ্ছে না।’

এ সময় তিনি আরও বলেন, তাকে গ্রেফতার করলে বিষয়টি পরিষ্কার হবে।

অভিনেতা রওনক হাসান বলেন, ‘হিমুর মৃত্যুর সংবাদ শুনে সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে যাই। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে একজন মেকআপ আর্টিস্ট ও হিমুর প্রেমিক হিমুকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।’

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, আত্মহত্যা নাকি হত্যা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আসলটা জানা যাবে।


নিউজ ডেস্ক

মন্তব্য করুন