• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* বিপিএল কর্তৃপক্ষকে ক্রিকেটারদের বকেয়া পরিশোধের আহ্বান * চীনে পথচারীদের ওপর উঠে পড়লো গাড়ি, নিহত অন্তত ৩৫ * গণমাধ্যমের ওপর সরকারের কোনো চাপ নেই: তথ্য উপদেষ্টা * রাজশাহী মেডিকেলে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীকে পিটুনি * ট্রাম্পের উচিত ইসরায়েলকে থামানো * ছাত্রলীগ নেতা চালিত ২৪টি ট্রেনের ইজারা চুক্তি বাতিল * ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ হাইকোর্টের * নাহিদ রানায় মুগ্ধ সিমন্স বললেন, ‘গতি কিনতে পাওয়া যায় না’ * ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী সাদপন্থীদের সুযোগ দিলে কঠোর কর্মসূচির হুমকি * অন্তর্বর্তী সরকার সংস্কার শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে: মির্জা ফখরুল

পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের

news-details

গায়ক আকবরের পায়ের কিছু অংশ কাটা হলো


গায়ক আকবরের পায়ের কিছু অংশ কাটা হয়েছে বলে জানিয়েছেন স্ত্রী কানিজ ফাতেমা। তিনি বলেন, ‘আকবরের পায়ের গোড়ালির কিছু অংশ কেটে ফেলা হয়েছে। মেডিক্যাল বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে এক পা কেটে ফেলতে। কিন্তু আমরা সেটা চাচ্ছি না।

সোমবার গোড়ালির কিছু অংশ কেটে ফেলা হয়েছে। এরপর কিছু নমুনা দু’টি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পায়ে ক্যান্সার আছে কি না, সেটার পরীক্ষাও রয়েছে। দেখা যাক কী হয়।

আকবরের স্ত্রী কানিজ ফাতেমা সোমবার রাতে বলেন, আজ পায়ের গোড়ালির কিছু অংশ অস্ত্রোপচার করে কাটা হয়েছে। পুরোটা এখনো কাটার সিদ্ধান্ত হয়নি। এ ছাড়া তার দুটো কিডনিই ড্যামেজ, পেটে খুব যন্ত্রণা হচ্ছে। এখন বোর্ড পর্যবেক্ষণে রেখেছে। পুরো পা কাটার সিদ্ধান্ত হয়নি।

বাবার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আকবরের মেয়ে অথৈ আজ রাতে লিখেছেন, ‘আব্বুর অবস্থা খুবই খারাপ। আব্বু খুব কষ্ট পাচ্ছেন। আল্লাহ তুমি আমার আব্বুকে মাফ করে দাও। আমার আব্বুকে সুস্থ করে দাও। আব্বুর কষ্ট আমরা আর সহ্য করতে পারছি না। সবাই মন থেকে আব্বুর জন্য দোয়া করবেন।’


বিনোদন ডেস্ক

মন্তব্য করুন