• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* রোহিঙ্গা সংকটে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ * রাজধানীর নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে তিনজনের লাশ উদ্ধার * নেতানিয়াহু নিজেই একটি সমস্যা হয়ে উঠেছেন : ডেনমার্কের প্রধানমন্ত্রী * হজ কার্যক্রমে অংশগ্রহণের অনুমোদন পেয়েছে ৩৩টি ব্যাংক * শুল্কমুক্ত চাল আমদানির ঘোষণায় ভারতে বেড়েছে চালের দাম * ফ্যাসিবাদী কাঠামো এখনও ভাঙা হয়নি: শিবির সভাপতি * রোগীকে অনর্থক টেস্ট না দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন: আইন উপদেষ্টা * ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত দেওয়া আলেমদের ভূমিকা জুলাই সনদে রাখা হয়নি : ড. মাসুদ * আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে হবে: মিয়া গোলাম পরওয়ার * পুতিনকে মেলানিয়ার চিঠি, পৌঁছে দিলেন ট্রাম্প

পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের

news-details

গায়ক আকবরের পায়ের কিছু অংশ কাটা হলো


গায়ক আকবরের পায়ের কিছু অংশ কাটা হয়েছে বলে জানিয়েছেন স্ত্রী কানিজ ফাতেমা। তিনি বলেন, ‘আকবরের পায়ের গোড়ালির কিছু অংশ কেটে ফেলা হয়েছে। মেডিক্যাল বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে এক পা কেটে ফেলতে। কিন্তু আমরা সেটা চাচ্ছি না।

সোমবার গোড়ালির কিছু অংশ কেটে ফেলা হয়েছে। এরপর কিছু নমুনা দু’টি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পায়ে ক্যান্সার আছে কি না, সেটার পরীক্ষাও রয়েছে। দেখা যাক কী হয়।

আকবরের স্ত্রী কানিজ ফাতেমা সোমবার রাতে বলেন, আজ পায়ের গোড়ালির কিছু অংশ অস্ত্রোপচার করে কাটা হয়েছে। পুরোটা এখনো কাটার সিদ্ধান্ত হয়নি। এ ছাড়া তার দুটো কিডনিই ড্যামেজ, পেটে খুব যন্ত্রণা হচ্ছে। এখন বোর্ড পর্যবেক্ষণে রেখেছে। পুরো পা কাটার সিদ্ধান্ত হয়নি।

বাবার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আকবরের মেয়ে অথৈ আজ রাতে লিখেছেন, ‘আব্বুর অবস্থা খুবই খারাপ। আব্বু খুব কষ্ট পাচ্ছেন। আল্লাহ তুমি আমার আব্বুকে মাফ করে দাও। আমার আব্বুকে সুস্থ করে দাও। আব্বুর কষ্ট আমরা আর সহ্য করতে পারছি না। সবাই মন থেকে আব্বুর জন্য দোয়া করবেন।’


বিনোদন ডেস্ক

মন্তব্য করুন