• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* মাগুরায় আচরণবিধি লঙ্ঘন করায় সাকিবকে তলব * পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকে পিটার হাস * নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে যা বলল জাতিসংঘ * বিএনপি নেতা মির্জা আব্বাসের দুদকের মামলার রায় আজ * গোলান মালভূমিতে সেনা মোতায়েন রাশিয়ার, ইসরাইলের জন্য নতুন বার্তা: রিপোর্ট * মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় ৪০ সেনা নিহত * যে কারণে নির্বাচনে অংশ নিচ্ছেন না রওশন এরশাদ * ‘দালাল-ফরিয়াদের নিয়ে নির্বাচনের পাতানো খেলা বন্ধ করুন’ * হেনরি কিসিঞ্জার মারা গেছেন * নির্ধারিত সময়ে নির্বাচন করতে আমরা বাধ্য : সিইসি

দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

news-details

ছবি: সংগৃহীত


বৃষ্টি শঙ্কা মাথায় নিয়েই কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। যেখানে মুখোমুখি শক্তিশালী দুই দেশ দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া।

কে যাবে ফাইনালে? ভারতের সঙ্গী হবে কোন দল? এই প্রশ্ন মাথায় নিয়েই টস করতে নামলেন দুই অধিনায়ক টেম্বা বাভুমা এবং প্যাট কামিন্স। টস জিতলেন টেম্বা বাভুমা এবং টস জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক।

পুরো বিশ্বকাপেই দেখা গেছে, প্রথমে ব্যাট করা মানেই দক্ষিণ আফ্রিকার উড়ন্ত সূচনা এবং রানের পাহাড়। আজ সেমিফাইনালেও তারা টস জিতলো এবং প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলো। এখন দেখার বিষয়, কত রান আজ তারা করতে পারে।

যদিও বৃষ্টির চোখ রাঙানি আছে। সাগরে লঘুচাপের কারণে বাংলাদেশসহ পশ্চিমবঙ্গের উপকূলে বৃষ্টির সম্ভাবনা। বাদ যাচ্ছে না কলকাতাও। ইডেন গার্ডেনে দ্বিতীয় সেমিফাইনালে ভেস্তে যেতে পারে বৃষ্টিতে। তাতে অবশ্য লাভ হবে দক্ষিণ আফ্রিকারই।

গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে ১৩৪ রানে হেরেছিলো অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা করেছিলো ৩১১ রান। জবাবে অস্ট্রেলিয়া ১৭৭ রানে অলআউট হয়ে গিয়েছিলো।

টস করতে নেমে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমাও বলেছেন, ‘টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ- বৃষ্টির সম্ভাবনা আছে। আমরা বিষয়টাকে মাথায় রেখেছি। তবে দলের শক্তির বিষয়টাতেই জোর দিচ্ছি আমরা।

অস্ট্রেলিয়াও চেয়েছিলো প্রথমে ব্যাট করতে। তবে তারা চায় শুরুতেই উইকেটের সুবিধা কাজে লাগিয়ে প্রোটিয়াদের দ্রুত উইকেট ফেলতে।

দক্ষিণ আফ্রিকা একাদশ

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, এইডেনি মার্করাম, হেনরিক্স ক্লাসেন, ডেভিড মিলার, মার্কোস জানসেন, কেশভ মাহারাজ, জেরার্ল্ড কোয়েৎজি, কাগিসো রাবাদা এবং তাবরিজ শামসি।

ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জস ইংলিশ (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জস হ্যাজলউড।


স্পোর্টস ডেস্ক

মন্তব্য করুন