• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* ৮৩টি আসনের সীমানা পরিবর্তনে আবেদন পড়েছে ১৭৬০টি * ঠিকাদারির টাকা নিতে গিয়ে ঢাবিতে আটক ছাত্রলীগ নেতা * রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করতে পারবে না প্রজাতন্ত্রের কর্মচারীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা * সিইসির সঙ্গে বিএনপির বৈঠক * বিএনপির জনসমর্থন ১৬, জামায়াতের ৩১ শতাংশ—জরিপ কতটা বিশ্বাসযোগ্য * শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনী লিখে পদ বাগিয়েছিলেন জাবেদ পাটোয়ারী * সাবেক ক্রিকেটার জেসি বিশ্বকাপে ইতিহাস গড়তে চলেছেন * ১০টি প্রকল্পএকনেক সভায় অনুমোদন * 'জুলাই সনদ' বিএনপি ২০ আগস্টের মধ্যে মতামত জানাবে :সালাহউদ্দিন আহমদ * সংবিধান লঙ্ঘনের জন্য রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাবে

কাবরেরার পদত্যাগ চাইলেন বাফুফে সদস্য

news-details

ছবি: সংগৃহীত


অদ্ভুতুড়ে এক ঘটনা ঘটল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সংবাদ সম্মেলনে। ভরা মজলিশে সাংবাদিকদের সামনেই হঠাৎ প্রধান কোচ হাভিয়ের কাবরেরার পদত্যাগ চেয়েছেন এক বাফুফে কর্মকর্তা।

ফেডারেশনের গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় বাফুফে ও জাতীয় দল কমিটির সদস্য শাখাওয়াত হোসেন ভুইয়া শাহীন এই দাবি উপস্থাপন করে। যেখানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি ও কমিটির সদস্যরা।

সিঙ্গাপুর ম্যাচের প্রাপ্তি ও আগামী ছয় মাসে পরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কে জানাতে আজ শনিবার রাজধানীর রাওয়া কমপ্লেক্সে ‘মিট দ্য প্রেস’-এর আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

সেখানেই ঘটে বাংলাদেশ ফুটবল ইতিহাসে নজিরবিহীন এই ঘটনা। উপস্থিত নির্বাহী কমিটির ১৪ সদস্যের সামনে শাখাওয়াত স্পষ্ট দাবি তোলেন। তিনি বলেন, ‘আমার একটাই অ্যাজেন্ডা, হাভিয়ের কাবরেরার পদত্যাগ চাই।’

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে হামজা চৌধুরীদের হারের পর কোচের সমালোচনা হয়েছে অনেক। এই হারের জন্য সাবেক ফুটবলারদের অনেকে দায়ী করছেন কাবরেরার কৌশলকে। এবার সেই সূরে সুর মেলালেন শাখাওয়াত।

বিভিন্ন কমিটির প্রধানেরা নিজেদের দায়িত্ব-সংক্রান্ত পরিকল্পনার কথা তুলে ধরেন। মাইক্রোফোন হাতে পান শাখাওয়াত। তাকে আহ্বান জানানো হয় মূলত নিজেদের অডিট ও সরকারের সাথে সম্পর্ক বিষয়ে আলোচনার জন্য।

কিন্তু নিজের বক্তব্য তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ‘আমার অ্যাজেন্ডা অডিট নয়। আমার একমাত্র অ্যাজেন্ডা জাতীয় দল। এই কমিটির একজন সদস্য হিসেবে স্পষ্ট করে বলছি, আমি কাবরেরার পদত্যাগ চাই। এটা ১৮ কোটি মানুষের দাবি। আমি ১৮ কোটি মানুষকে মুক্ত করতে চাই।’

এই প্রসঙ্গে সভাপতি তাবিথ আওয়াল এরপর বলেন, ‘বিষয়টা নিয়ে আমরা নিজেদের মাঝে কথা বলব। কোচের কাজের পর্যালোচনা হবে। সেটা হওয়ার পর কোনো সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন হলে নেয়া হবে। তার আগ পর্যন্ত যেভাবে চলছে সেভাবে চলবে।’

উল্লেখ্য, ২০২২ সালের জানুয়ারি থেকে বাংলাদেশের কোচ হিসেবে আছেন কাবরেরা। বাংলাদেশ জাতীয় দলে সবচেয়ে দীর্ঘ সময় নিয়োগপ্রাপ্ত বিদেশী কোচ তিনি। তার সাথে চুক্তির মেয়াদ আছে ২০২৬ সালের মার্চ পর্যন্ত।


স্পোর্টস ডেস্ক

মন্তব্য করুন