ছবি: সংগৃহীত
কেন উইলিয়ামসন শতক হাঁকালেন বটে, তবে দিনটা দখলে নিতে পারেনি তার দল। সিলেট টেস্টে এখনো নিয়ন্ত্রণ ধরে রেখেছে স্বাগতিকরা। একইসাথে আক্ষেপটাও বাড়িয়ে দিচ্ছে, উইলিয়ামসনের ক্যাচটা যদি হাত না ফসকাতো, নিঃসন্দেহে আরো ভালো অবস্থানে থাকত বাংলাদেশ।
কেন উইলিয়ামসন ১০৪ রানের ইনিংস খেললেও এখনো লিড ভাঙতে পারেনি নিউজিল্যান্ড। দ্বিতীয় দিন শেষে তারা পিছিয়ে আছে ৪৪ রানে।
বুধবার ৮৪ ওভার ব্যাট করে ৮ উইকেটে ২৬৬ রান সংগ্রহ করে কিউইরা। তাইজুল ইসলাম নিয়েছেন ৪ উইকেট।
৯ উইকেটে ৩১০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা বাংলাদেশ খেলতে পারে মোটে ১ বল। দিনের প্রথম বলেই শরিফুল ফিরলে শেষ হয় স্বাগতিকদের ইনিংস। একাদশের ১০ জনই দুই অংকের ঘরে পৌঁছালেও ফিফটি ছিল কেবল মাহমুদুল হাসান জয়ের। খেলেন ৮৬ রানের ইনিংস।
শুরুটা ভালো হয়নি কিউইদেরও। মাত্র ৪৪ রানে দুই ওপেনারকে হারিয়ে ফেলে তারা। উদ্বোধনী জুটি ভাঙে ৩৬ রানে। টম লাথামকে ফেরান তাইজুল ইসলাম। ৮ রান যোগ হতেই আরেক ওপেনার ডেভন কনওয়েকে ঝুলিতে পুড়েন মেহেদী মিরাজ। লাথাম ২১ ও কনওয়ে আউট হন ১২ রানে।
এরপর শুরু হয় উইলিয়ামসনের লড়াই। হ্যানরি নিকোলসকে নিয়ে শুরু, ৫৪ রান যোগ করেন তার সাথে। এরপর ডেরিয়েল মিচেলকে নিয়ে যোগ করেন ৬৬ রান। মাঝে টম ব্লান্ডেল দ্রুত ফিরলেও গ্লেন ফিলিপসকে নিয়ে যোগ করেন ৭৮ রান। দল পেরিয়ে যায় ২৫০ রানের গণ্ডি।
শতক তুলেই থামেন উইলিয়ামসন। তাইজুলের শিকার হওয়ার আগে ২০৫ বলে খেলেন ১০৪ রানের ইনিংস। তাছাড়া নিকোলস ১৯, মিচেল ৪১ ও ফিলিপস করেন ৪২ রান। শেষ মুহূর্তে ইশ সোধিকে ৬ বলে ০ রানে ফিরিয়ে চার উইকেট পূরণ করেন তাইজুল।
স্পোর্টস ডেস্ক
মন্তব্য করুন