• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* গাঁজার আসরে হাতেনাতে ধরা চার ঢাবি শিক্ষার্থী * জাহাজ রপ্তানি:১ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে * এনসিপিকে আসন দিয়ে কেনা যাবে না : হাসনাত আবদুল্লাহ * আগামী ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে * ডেঙ্গু আক্রান্ত হয়ে২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২০২ জন * বাংলাদেশ সম্প্রীতির দেশ:সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান * পাকিস্তানে ভয়াবহ বন্যায় নিহত তিন শতাধিক * আওয়ামী লীগের মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করতে হবে : মঈন খান * ঢাবিতে ‘কালচারাল ফ্যাস্টিস্ট’দের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি * সংস্কার ব্যতীত নির্বাচন হলে তা বিতর্কিত হতে পারে: বদিউল আলম মজুমদার

দক্ষিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

news-details

ছবি: সংগৃহীত


গত মাসেই দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে তাদের ঘরের মাটিতে গিয়ে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। এবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও প্রোটিয়া যুবাদের হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। ৩৩ রানের সহজ জয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের যুবারা।

ফাইনালে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬৯ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জুনিয়র টাইগারদের হয়ে ৯৫ রান করেছেন রিজান হোসেন। এ ছাড়া ৬৫ রান করেছেন কালাম সিদ্দিকি। জবাবে খেলতে নেমে ৪৮ ওভার ৪ বলে ২৩৬ রানে অল আউট হয় প্রোটিয়ারা।

২৭০ রানের লক্ষ্য তাড়ায় দারুণ শুরু পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। ৩১ বলে ৪০ রান করে আদনান লেগেদিন আউট হলে ভাঙে ৫৯ রানের উদ্বোধনী জুটি। এর ৯ বল পরই ফিরেছেন আরেক ওপেনার জুরিখ ফন শালভিক। তার ব্যাট থেকে এসেছে ২২ বলে ১৯ রান।

দুই ওপেনারের বিদায়ের পর প্রোটিয়াদের রানের চাকায় লাগাম দেয় বাংলাদেশ। তবে মাঝের ওভারগুলোতে মোহাম্মদ বুলবুলিয়া ও জেসন রোয়েলসের ব্যাটে ভালোই জবাব দিচ্ছিলো তারা। কিন্ত এই দুই ব্যাটারকেই ইনিংস বড় করতে দেয়নি বাংলাদেশ। ৩১ রানে ফিরেছেন বুলবুলিয়া আর ৩৫ রান করেছেন জেসন।

এরপর আর কেউই তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে আড়াইশর আগেই অলআউট হয় প্রোটিয়ারা।

এর আগে দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগের ব্যাটে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। ২২ বলে ১৬ রান করে রিফাত ফিরলে ভাঙে ৪১ রানের উদ্বোধনী জুটি। এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার জাওয়াদ। তার ব্যাট থেকে এসেছে ২১ রান।

তিনে নেমে সুবিধা করতে পারেননি আজিজুল হাকম তামিম। ২৮ বল খেলে ৭ রানের বেশি করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। তার দ্রুত বিদায়ে ২৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে কিছুটা হলেও বিপাকে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তুলেন  রিজান হোসেন ও কালাম সিদ্দিকি।

চতুর্থ উইকেট জুটিতে ১১৭ রান যোগ করেন রিজান ও কালাম। ৬৫ রান করেছেন কালাম। আর রিজানের ব্যাট থেকে এসেছে ৯৫ রান। রান আউটে কাটা পড়ে অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন তিনি।


স্পোর্টস ডেস্ক

মন্তব্য করুন