সভাপতির বক্তব্য রাখছেন ইবনে সিনা মালিবাগ ব্রাঞ্চের ডেপুটি ম্যানেজার অ্যান্ড ইনচার্জ শফিকুল ইসলাম খান
বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে কেমিস্ট ও ড্রাগিস্টদের নিয়ে আলোচনা সভা ও সায়েন্টিফিক সেমিনারের আয়োজন করেছে ইবনে সিনা ডায়াগনোস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, মালিবাগ শাখা। এতে মগবাজার, মধুবাগ, উলন বাজার ও পশ্চিম রামপুরা এরিয়ার প্রায় ১০০ জন কেমিস্ট ও ড্রাগিস্ট উপস্থিত ছিলেন।
ইবনে সিনা মালিবাগ ব্রাঞ্চের ডেপুটি ম্যানেজার এন্ড ইনচার্জ শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ইন্টারভেনশনাল এন্ড ক্লিনিক্যাল হেপাটোলজিস্ট ডাঃ কামরুল আনাম। তিনি হেপাটাইটিসের উপর ঘন্টা ব্যাপী বিশেষ তথ্য উপস্থাপন করেন। এসময় তিনি বলেন, সময় মতো ভাইরাল হেপাটাইটিসের পরীক্ষা ও চিকিৎসা করলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব।
কর্পোরেট উইং অফিসার মোয়াজ্জেম হোসেন পলাশের সঞ্চালনায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইবনে সিনা মালিবাগ শাখার একাউন্টস ইনচার্জ আহমদউল্লাহ মোতাহার, রিজিওনাল ইনচার্জ সোহেল রানা, এ্যাসি.ম্যানেজার (এডমিন) আব্দুল্লাহ আল হাসান, মালিবাগ জোন বিজনেস ডেভেলপমেন্ট ইনচার্জ সাইফুজ্জামান প্রমুখ ।