• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* মহাখালীতে সিএনজি ফিলিং স্টেশনে আগুন * আবাসন ভাতা নিশ্চিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ * ৮৩টি আসনের সীমানা পরিবর্তনে আবেদন পড়েছে ১৭৬০টি * ঠিকাদারির টাকা নিতে গিয়ে ঢাবিতে আটক ছাত্রলীগ নেতা * রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করতে পারবে না প্রজাতন্ত্রের কর্মচারীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা * সিইসির সঙ্গে বিএনপির বৈঠক * বিএনপির জনসমর্থন ১৬, জামায়াতের ৩১ শতাংশ—জরিপ কতটা বিশ্বাসযোগ্য * শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনী লিখে পদ বাগিয়েছিলেন জাবেদ পাটোয়ারী * সাবেক ক্রিকেটার জেসি বিশ্বকাপে ইতিহাস গড়তে চলেছেন * ১০টি প্রকল্পএকনেক সভায় অনুমোদন

পাকিস্তানে বন্যা-ভূমিধসে নিহত ২৫০, ব্যাপক ক্ষতি

news-details

ছবি: সংগৃহীত


উত্তর পাকিস্তানের বিভিন্ন এলাকায় হঠাৎ ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে অন্তত ২৫০ জনের বেশি নিহত হয়েছে। এদের মধ্যে বুনের এলাকায় নিহতের সংখ্যা ২১৩-এর বেশি। এ ছাড়া বিভিন্ন জেলা থেকে অসংখ্য মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রাদেশিক ও উদ্ধার কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, খাইবার পাখতুনখাওয়ায় ২০০ জন, বালতিস্তানে ১২ জন এবং আজাদ জম্মু-কাশ্মীরে ১৯ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। পরিস্থিতি এখনো অনিশ্চিত হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (এনডিএমএ) জানিয়েছে, দেশজুড়ে আরও ২৮ জন আহত হয়েছে। ধ্বংসস্তূপে ১১৬টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে—খাইবার পাখতুনখাওয়ায় ৩৪টি আংশিক ও ১৪টি সম্পূর্ণ, বালতিস্তানে ১৪টি আংশিক ও ৩টি সম্পূর্ণ এবং আজাদ জম্মু-কাশ্মীরে ২৩টি আংশিক ও ২৮টি সম্পূর্ণ।

ধ্বংসস্তূপে বহু বাড়ি ভেসে গেছে এবং একাধিক এলাকায় যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। মোবাইল ফোন টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্যার কবলে পড়া অঞ্চলগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বাজুড়ের সালারজাই এলাকায় ত্রাণ সরবরাহ করতে গিয়েছিল খাইবার পাখতুনখাওয়া সরকারের একটি হেলিকপ্টার। খারাপ আবহাওয়ার কারণে মোহম্মদ জেলায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে এর ভেতরে থাকা পাঁচজন নিহত হয়েছেন। বুনের এলাকায় আরেকটি হেলিকপ্টার উদ্ধারকাজ চালাচ্ছে। নিহতদের ডিএনএ নমুনা লাহোরে পাঠানো হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যে ফলাফল আশা করা হচ্ছে। আজই তাঁদের জানাজা অনুষ্ঠিত হবে।

প্রাদেশিক মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর জরুরি ভিত্তিতে প্রভাবিত এলাকায় উদ্ধার দল পাঠানোর নির্দেশ দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, আগামীকাল শোক দিবস পালন করা হবে। তাঁর অফিসের বক্তব্যে বলা হয়েছে, ‘সার প্রদেশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং শহিদদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।’

প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এনডিএমএকে নির্দেশ দিয়েছেন বালতিস্তান ও খাইবার পাখতুনখাওয়ায় ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে।

স্বাতের বিদ্যুৎ সরবরাহও বিপর্যস্ত হয়েছে। বন্যার পানি ১৩২ কেভি গ্রিড স্টেশনে প্রবেশ করে ৪১টি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। মালাম জাব্বা এলাকায় ১৬টি বিদ্যুতের খুঁটি ভেসে গেছে। জেলাজুড়ে আরও অনেক খুঁটি ও ট্রান্সফর্মার ক্ষতিগ্রস্ত হয়েছে।

ট্রান্সমিশন লাইনের ওপরে পড়া গাছগুলোর কারণে বিদ্যুৎ বিচ্ছিন্নতা আরও বেড়েছে। পেসকো জরুরি ভিত্তিতে অতিরিক্ত কর্মী মোতায়েন করেছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করেছে।

খাইবার পাখতুনখাওয়া প্রাদেশিক সরকার পরিচালিত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ব্যারিস্টার গোহর খান সতর্ক করেছেন, বুনের মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। তিনি বলেন, ‘সম্পূর্ণ গ্রাম ধ্বংস হয়েছে, সড়ক নষ্ট এবং অবকাঠামো ভেঙে গেছে।’

বুনের জেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। হাসপাতালগুলো সতর্ক অবস্থানে আছে। গোহর খান বলেন, ‘আমাদের মূল ফোকাস উদ্ধার ও তল্লাশি কার্যক্রমে। তবে বহু এলাকায় পৌঁছাতে হেলিকপ্টার অপরিহার্য। এই মুহূর্তে রাজনীতি করার সময় নয়।’


আন্তর্জাতিক ডেস্ক

মন্তব্য করুন