• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* শেখ পরিবারের সবাই তো এক না, তিনি আমার স্ত্রী, আমার তো একটা আইডেন্টিটি আছে: পার্থ * ভারতীয় ব্যক্তিকে জাতীয় পরিচয়পত্র প্রদান, নির্বাচন কর্মকর্তাসহ ৩ জনের নামে মামলা * এনসিপির যুব সংগঠন ‘যুবশক্তি’ আগামী শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে * আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে উদ্বিগ্ন ভারত * সচিবালয়-গণমাধ্যমের ‘আওয়ামী দোসরদের’ তালিকা প্রকাশ করবে জুলাই ঐক্য * অন্তর্বর্তী সরকার মানেই দুর্বল, এদের পেছনে জনসমর্থন নেই: হাফিজ উদ্দিন আহমেদ * বাংলাদেশে ‘পাকিস্তানপন্থি’ বলে কিছু নেই : হেফাজতে ইসলাম * আওয়ামী লীগ নেতার নেতৃত্বে ব্যবসায়ীর ওপর হামলা, ১৫ লাখ টাকা ছিনতাই * হাসিনার ভয়ে যারা গর্তে ছিল তারাই সংস্কারের তালিম দিচ্ছে : আমীর খসরু * আদর্শিক লড়াইয়ে আসুন, সিদ্ধান্ত ছাত্রসমাজ নেবে: কেন্দ্রীয় শিবির সভাপতি

দীর্ঘ সময় সংবাদ সম্মেলনের রেকর্ড ভাঙলেন মুইজ্জু

news-details

ফাইল ছবি


দীর্ঘ ১৫ ঘণ্টা ধরে সংবাদ সম্মেলন করে রেকর্ড করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। 

এদিকে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর এই সংবাদ সম্মেলন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পূর্ববর্তী রেকর্ড ভেঙে দিয়েছে।  খবর এএফপির। 

প্রতিবেদনে বলা হয়েছে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু সম্প্রতি এক দীর্ঘ প্রেস কনফারেন্সের মাধ্যমে বিশ্বরেকর্ড গড়েছেন। শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে এই কনফারেন্সটি ১৪ ঘণ্টা ৫৪ মিনিট ধরে চলে, যা মধ্যরাতের পর শেষ হয়।

এই সময়ের মধ্যে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নামাজের জন্য সংক্ষিপ্ত বিরতি নেন। এই কনফারেন্সটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ২০১৯ সালের ১৪ ঘণ্টার প্রেস কনফারেন্সের রেকর্ড ভেঙে দিয়েছে।

এএফপি বলছে, এই দীর্ঘ কনফারেন্সটি বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজন করা হয়। প্রেসিডেন্ট মুইজ্জু সংবাদমাধ্যমের গুরুত্ব সম্পর্কে বলেন, ‘তিনি সমাজে সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দেন এবং তথ্যভিত্তিক, সুষম ও নিরপেক্ষ প্রতিবেদনের গুরুত্বের ওপর জোর দেন। ’

এই কনফারেন্সে তিনি সাংবাদিকদের পাশাপাশি সাধারণ জনগণের পক্ষ থেকে পাঠানো প্রশ্নেরও উত্তর দেন। প্রায় দুই ডজন সাংবাদিক এই কনফারেন্সে উপস্থিত ছিলেন এবং তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়।

মোহাম্মদ মুইজ্জু ২০২৩ সালে মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার প্রশাসন মালদ্বীপের গণমাধ্যম স্বাধীনতা সূচকে উন্নতি সাধন করেছে; ২০২৫ সালের রিপোর্টার্স উইদাউট বর্ডারসের সূচকে দক্ষিণ এশিয়ার এই দেশটি ১৮০টি দেশের মধ্যে ১০৪তম স্থানে উঠে এসেছে, যা আগের বছরের তুলনায় দুই ধাপ উন্নতি।

এর আগে, ২০০৯ সালে মালদ্বীপের তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ জলবায়ু পরিবর্তনের হুমকি তুলে ধরতে বিশ্বের প্রথম পানির নিচে মন্ত্রিসভার বৈঠক আয়োজন করে বিশ্বরেকর্ড গড়েছিলেন। তিনি এবং তার মন্ত্রিসভার সদস্যরা স্কুবা গিয়ারে সজ্জিত হয়ে ভারত মহাসাগরে পানির নিচে বৈঠক করেন, যা জাতীয়ভাবে সম্প্রচারিত হয়েছিল।


আন্তর্জাতিক ডেস্ক

মন্তব্য করুন