• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* ৮৩টি আসনের সীমানা পরিবর্তনে আবেদন পড়েছে ১৭৬০টি * ঠিকাদারির টাকা নিতে গিয়ে ঢাবিতে আটক ছাত্রলীগ নেতা * রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করতে পারবে না প্রজাতন্ত্রের কর্মচারীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা * সিইসির সঙ্গে বিএনপির বৈঠক * বিএনপির জনসমর্থন ১৬, জামায়াতের ৩১ শতাংশ—জরিপ কতটা বিশ্বাসযোগ্য * শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনী লিখে পদ বাগিয়েছিলেন জাবেদ পাটোয়ারী * সাবেক ক্রিকেটার জেসি বিশ্বকাপে ইতিহাস গড়তে চলেছেন * ১০টি প্রকল্পএকনেক সভায় অনুমোদন * 'জুলাই সনদ' বিএনপি ২০ আগস্টের মধ্যে মতামত জানাবে :সালাহউদ্দিন আহমদ * সংবিধান লঙ্ঘনের জন্য রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাবে

পুঁজিবাজারে আস্থা ফেরাতে কাজ করব : অর্থ উপদেষ্টা

news-details

ছবি: সংগৃহীত


অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‌‘পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে আমরা কাজ করব।’

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘শেয়ারবাজারের বর্তমান যে সমস্যা এটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা সমস্যা সমাধানের চেষ্টা করব। আগের ব্যবস্থাগুলো যতরকম আছে সবকিছু রিমুভ করে যাতে ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেট কিছুটা ভালো থাকে সে চেষ্টা করব। আমরা চেষ্টা করছি ইমিডিয়েটলি কিছু রিলিজ দেওয়ার জন্য মিডিয়াম টার্ম ও লং  টার্ম পরিকল্পনা হাতে নেওয়া হবে।’

অর্থ উপদেষ্টা আরও বলেন, ‘তারল্য সমস্যার সমাধান ও মিউচ্যুয়াল ফান্ড নিয়ে আলোচনা হয়েছে। ইমিডিয়েটলি দুই একটি দেখতে পাবেন।’

বৈঠক শেষে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সাংবাদিকদের বলেন, ‘গতকাল সাংবাদিকদের সঙ্গে যেসব নীতিগত বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেগুলোই আজকে তুলে ধরেছি। এখন অর্থ মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আশা করি, দ্রুত ফলাফল পাওয়া যাবে।’

এর আগে বুধবার বিকাল ৩টায় অর্থ উপদেষ্টার দ্বায়িত্ব নেওয়ার পর এই প্রথম বিএসইসি আসেন ড. সালেহউদ্দিন আহমেদ। পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে বিএসইসির সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন। আগারগাঁওয়ের বিএসইসি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, কমিশনার মো. আলী আকবর, কমিশনার ফারজানা লালারুখসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।


এনএনবিডি ডেস্ক:

মন্তব্য করুন