• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* মহাখালীতে সিএনজি ফিলিং স্টেশনে আগুন * আবাসন ভাতা নিশ্চিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ * ৮৩টি আসনের সীমানা পরিবর্তনে আবেদন পড়েছে ১৭৬০টি * ঠিকাদারির টাকা নিতে গিয়ে ঢাবিতে আটক ছাত্রলীগ নেতা * রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করতে পারবে না প্রজাতন্ত্রের কর্মচারীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা * সিইসির সঙ্গে বিএনপির বৈঠক * বিএনপির জনসমর্থন ১৬, জামায়াতের ৩১ শতাংশ—জরিপ কতটা বিশ্বাসযোগ্য * শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনী লিখে পদ বাগিয়েছিলেন জাবেদ পাটোয়ারী * সাবেক ক্রিকেটার জেসি বিশ্বকাপে ইতিহাস গড়তে চলেছেন * ১০টি প্রকল্পএকনেক সভায় অনুমোদন

দেউলিয়া হওয়ার মতো খারাপ অবস্থায় ১০টি ব্যাংক: গভর্নর

news-details

ছবি: সংগৃহীত


বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, কমপক্ষে ১০টি ব্যাংক দেউলিয়া হওয়ার মতো খারাপ অবস্থায় চলে গেছে বলে । ১০টি ব্যাংকের কথা বললেও সেগুলোর নাম উল্লেখ করেননি তিনি। তবে ব্যাংক খাতের অবস্থা যাই হোক গ্রাহকদের কোনো ক্ষতি হবে না বলেও জানিয়েছেন গভর্নর। 

গভর্নর বলেন, আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে। তবে এটাও ঠিক, অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে। ১০টার মতো ব্যাংকের অবস্থা এমন। সরকার এসব ব্যাংক বাঁচানোর চেষ্টা করছে।

রোববার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন গভর্নর।

তিনি বলেন, এজন্য আমানত ইন্সুরেন্স ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে। ব্যাংক খাতের ৯৫ শতাংশ গ্রাহকের স্বার্থ নিশ্চিত হবে। বিশ্বের কোনো দেশই ব্যাংকিং খাতের আমানতের ১০০ ভাগ গ্যারান্টি দেয় না। আমরাও ৯৫ শতাংশ গ্যারান্টি দিচ্ছি।

এছাড়া বাংলাদেশ ব্যাংক থেকে কোনো প্রতিষ্ঠানের হিসাব জব্দ করা হয়নি বলেও উল্লেখ করেন গভর্নর। তিনি বলেন, এস আলমের হোক বা সালমান এফ রহমানের হোক, কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়নি।

গভর্নর বলেন, যদি কেউ এস আলমের সম্পত্তি কিনে তবে নিজ দায়িত্ব কিনবেন। তার দায়িত্ব বাংলাদেশ ব্যাংক নেবে না।

তিনি বলেন, ৭০ হাজার কোটি টাকা ব্যাংকিং খাতের বাইরে চলে গিয়েছিল, ৩০ হাজারের মতো ফিরে এসেছে।


এনএনবিডি ডেস্ক

মন্তব্য করুন