• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* সাঈদীকে সর্বপ্রথম ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করার ষড়যন্ত্র করেছিল : আব্দুল হালিম * মোঘল বাদশা হুমায়ুনের সমাধিসৌধের গম্বুজ ধসে নিহত ৫ * সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যেন নষ্ট করতে না পারে * শনিবার রাজধানীর কিছু সড়ক এড়িয়ে চলতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিএমপি * রাশিয়ার আলাস্কা যুক্তরাষ্ট্রের হলো কীভাবে * ৭ কলেজের সব কাগজপত্র সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর * বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জন্মদিনে শুভেচ্ছা পাঠিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস * শেখ মুজিব জাতির জনক নন, মুজিববাদ একটি জীবন্ত বিপদ: নাহিদ * ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: প্রেস সচিব শফিকুল আলম * মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

জাতিসংঘের গুম বিষয়ক প্রতিনিধি দল এখন ঢাকায়

news-details

সংগৃহীত


জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলান্টারি ডিজঅ্যাপিয়ারেন্স (ডব্লিউজিইআইডি) এর একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে। বাংলাদেশে যেসব গুমের ঘটনা ঘটেছে, সেগুলো তদন্ত করবে সংস্থাটি।  দীর্ঘদিন ধরে ঢাকায় আসতে সরকারকে অনুরোধ জানিয়েও সাড়া পায়নি জাতিসংঘের এই সংস্থাটি। অবশেষে প্রথমবারের মতো ঢাকায় আসার সুযোগ পেয়েছে ডব্লিউজিইআইডি। 

রোববার জাতিসংঘের গুম কমিটির দুই সদস্যের প্রতিনিধিদল ঢাকায় এসেছেন।

বাংলাদেশ সফরকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল, ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব, গুমসংক্রান্ত কমিশনের সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গুমের শিকার পরিবারগুলোর সঙ্গে বৈঠক করবে প্রতিনিধিদলটি। এ ছাড়া তারা নীতিবিষয়ক আলোচনায়ও অংশ নেবেন বলে জানা গেছে কূটনৈতিক সূত্রে।

আরও জানা গেছে, জাতিসংঘের প্রতিনিধিদলটি এবার তদন্ত করতে আসেননি। তাদের মূল উদ্দেশ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং তার ভিত্তিতে সুপারিশ করা।

এর আগে, গত এক যুগ ধরে গুম নিয়ে তদন্ত করতে বাংলাদেশে সফর করতে চাইছিল ডব্লিউজিইআইডি। তারা প্রথম ২০১৩ সালের ১২ মার্চ সফরের জন্য সরকারকে চিঠি দেয়। এরপর একাধিকবার বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করলেও তখনকার সরকার তাতে কোনো সাড়া দেয়নি। ডব্লিউজিইআইডি বাংলাদেশ সফরে বিগত সরকারের কাছে সর্বশেষ অনুরোধ করেছিল ২০২০ সালের ২৪ এপ্রিল। তবে এবার অন্তর্বর্তী সরকার তাদের অনুরোধে সাড়া দিয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, চার দিনের সফরে আজ ঢাকা এসেছে ডব্লিউজিইআইডির দুই সদস্যের এক কারিগরি প্রতিনিধিদল। সদস্য দুজন হলেন ওয়ার্কিং গ্রুপের ভাইস চেয়ার গ্রাজিনা বারানোস্কা এবং আনা লোরেনা ডেলগাদিলো পেরেজ। ১৮ জুন তারা ঢাকা ছাড়বেন।


এনএনবিডি ডেস্ক

মন্তব্য করুন