• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* মহাখালীতে সিএনজি ফিলিং স্টেশনে আগুন * আবাসন ভাতা নিশ্চিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ * ৮৩টি আসনের সীমানা পরিবর্তনে আবেদন পড়েছে ১৭৬০টি * ঠিকাদারির টাকা নিতে গিয়ে ঢাবিতে আটক ছাত্রলীগ নেতা * রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করতে পারবে না প্রজাতন্ত্রের কর্মচারীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা * সিইসির সঙ্গে বিএনপির বৈঠক * বিএনপির জনসমর্থন ১৬, জামায়াতের ৩১ শতাংশ—জরিপ কতটা বিশ্বাসযোগ্য * শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনী লিখে পদ বাগিয়েছিলেন জাবেদ পাটোয়ারী * সাবেক ক্রিকেটার জেসি বিশ্বকাপে ইতিহাস গড়তে চলেছেন * ১০টি প্রকল্পএকনেক সভায় অনুমোদন

শুল্কমুক্ত চাল আমদানির ঘোষণায় ভারতে বেড়েছে চালের দাম

news-details

ছবি: সংগৃহীত


বাংলাদেশে শুল্কমুক্ত চাল আমদানির ঘোষণায় ভারতে বেড়েছে চালের দাম । ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত দুইদিনে দেশটির অভ্যন্তরীণ বাজারে ১৪ শতাংশ চালের দাম বেড়েছে।ব্যবসায়ীরা এখন বাংলাদেশে চাল রপ্তানির দিকে বেশি মনোযোগ দিচ্ছেন। 

সম্প্রতি ৫ লাখ টন শুল্কমুক্ত চাল আমদানির ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। এতে করে বাংলাদেশের চাল ব্যবসায়ীরা বেশি করে আমদানি শুরু করেছে। আর এই সুবিধাই নিতে চাচ্ছে ভারতীয় ব্যবসায়ীরা। এতে করে দেশটির অভ্যন্তরীণ বাজারে চালের সংকট তৈরি হয়েছে। চাহিদা ও যোগানের সমন্বয় না হওয়ায় সেখানে বৃদ্ধি পেয়েছে চালের দাম।  

পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশসহ ভারতের দক্ষিণের ব্যবসায়ীরা আগে থেকেই জানতেন বাংলাদেশে ২০ শতাংশ আমদানি শুল্ক মওকুফ করা হতে পারে। সেজন্য আগে থেকেই তারা বেনাপোল সীমান্তে চাল মজুদ করে রেখেছিলেন, ফলে অভ্যন্তরীণ বাজারে চালের সংকট তৈরি হয়। আর চালের দাম বাড়ে।

গ্রাহক পর্যায়ে স্বর্ণা চাল ৩৪ থেকে বেড়ে ৩৯ রুপি হয়েছে। মিনিকেট হয়েছে ৪৯ থেকে ৫৫ রুপি। বেড়েছে অন্যান্য চালের দামও।  

ভারতের চাল রপ্তানি ও বিপণন প্রতিষ্ঠান রাইসভিলার প্রধান নির্বাহী কর্মকর্তা সুরজ আগরওয়াল বলেছেন, বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড বুধবার দুপুরে আমদানি শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর সেদিন রাত থেকেই ভারত থেকে চালের ট্রাক বাংলাদেশে ঢুকতে শুরু করেছে।

 


এনএনবিডি ডেস্ক

মন্তব্য করুন