• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* ৮৩টি আসনের সীমানা পরিবর্তনে আবেদন পড়েছে ১৭৬০টি * ঠিকাদারির টাকা নিতে গিয়ে ঢাবিতে আটক ছাত্রলীগ নেতা * রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করতে পারবে না প্রজাতন্ত্রের কর্মচারীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা * সিইসির সঙ্গে বিএনপির বৈঠক * বিএনপির জনসমর্থন ১৬, জামায়াতের ৩১ শতাংশ—জরিপ কতটা বিশ্বাসযোগ্য * শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনী লিখে পদ বাগিয়েছিলেন জাবেদ পাটোয়ারী * সাবেক ক্রিকেটার জেসি বিশ্বকাপে ইতিহাস গড়তে চলেছেন * ১০টি প্রকল্পএকনেক সভায় অনুমোদন * 'জুলাই সনদ' বিএনপি ২০ আগস্টের মধ্যে মতামত জানাবে :সালাহউদ্দিন আহমদ * সংবিধান লঙ্ঘনের জন্য রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাবে

বিএসইসির চেয়ারম্যান-কমিশনাররা অবরুদ্ধ

news-details

সংগৃহীত


পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান, কমিশনারসহ জ্যেষ্ঠ কয়েকজন কর্মকর্তাকে অবরুদ্ধ করেছেন কমিশনের কনিষ্ঠ কর্মকর্তারা।

বুধবার বেলা ১১টার পর কার্যালয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের অবরুদ্ধ করা হয়।। বেলা সোয়া ১টা পর্যন্তও তাদের অবরুদ্ধ ছিল বলে জানা গেছে।

বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে জুনিয়র কর্মকর্তারা আজ এই কর্মসূচি পালন করছেন। 

গতকাল মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এক আদেশে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর এই সিদ্ধান্ত জানান। বিএসইসিতে নতুন কর্তৃপক্ষ যোগ দেওয়ার পর সাইফুর রহমানকে ওএসডি করা হয়েছিল। এখন তাকে অবসরে পাঠানো হয়।

কমিশন সূত্রে জানা গেছে, গতকাল বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত হয়। গতকালই বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এ–বিষয়ক আদেশ জারি করেন। এরপর আজ কর্মকর্তা-কর্মচারীদের বড় অংশ শীর্ষ কর্মকর্তাদের ঘেরাও করে রেখেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএসইসির একজন কর্মকর্তা বলেছেন, তারা ঘেরাও অবস্থায় আছেন। এ অবস্থায় কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়ার কথা বলাও যাচ্ছে না। 

একাধিক নির্বাহী পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, কনিষ্ঠ কর্মকর্তারা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে তাদের ঘেরাও করে রেখেছেন। এমনকি তারা শীর্ষ কর্মকর্তাদের মধ্যে কাউকে কাউকে বর্তমান চেয়ারম্যানের দালাল আখ্যা দিয়ে নানাভাবে হেনস্তা করছেন। 

বিষয়টি সম্পর্কে সরজমিন জানতে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে গেলেও ভেতরে যাওয়া যায়নি। পুলিশের একাধিক দল কার্যালয়ে এসে ঘুরে গেছে।


এনএনবিডি ডেস্ক

মন্তব্য করুন