• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* শেখ পরিবারের সবাই তো এক না, তিনি আমার স্ত্রী, আমার তো একটা আইডেন্টিটি আছে: পার্থ * ভারতীয় ব্যক্তিকে জাতীয় পরিচয়পত্র প্রদান, নির্বাচন কর্মকর্তাসহ ৩ জনের নামে মামলা * এনসিপির যুব সংগঠন ‘যুবশক্তি’ আগামী শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে * আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে উদ্বিগ্ন ভারত * সচিবালয়-গণমাধ্যমের ‘আওয়ামী দোসরদের’ তালিকা প্রকাশ করবে জুলাই ঐক্য * অন্তর্বর্তী সরকার মানেই দুর্বল, এদের পেছনে জনসমর্থন নেই: হাফিজ উদ্দিন আহমেদ * বাংলাদেশে ‘পাকিস্তানপন্থি’ বলে কিছু নেই : হেফাজতে ইসলাম * আওয়ামী লীগ নেতার নেতৃত্বে ব্যবসায়ীর ওপর হামলা, ১৫ লাখ টাকা ছিনতাই * হাসিনার ভয়ে যারা গর্তে ছিল তারাই সংস্কারের তালিম দিচ্ছে : আমীর খসরু * আদর্শিক লড়াইয়ে আসুন, সিদ্ধান্ত ছাত্রসমাজ নেবে: কেন্দ্রীয় শিবির সভাপতি

একদিনে ৪ দেশে হামলা চালাল ইসরাইল

news-details

ফাইল ছবি


আন্তর্জাতিক সম্প্রদায়কে তোয়াক্কা না করে একই দিনে চার দেশ- ইয়েমেন, লেবানন, সিরিয়া এবং ফিলিস্তিনে হামলা চালিয়েছে ইসরাইল ।

সোমবার রাতে যুদ্ধবিমান ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়। এতে গাজায় কমপক্ষে ৫৪ জন নিহত হয়েছেন।

ইসরাইল বলছে, হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহ হুতি বিদ্রোহীদের অবকাঠামো।

এদিন ইয়েমেনের হোদেইদা প্রদেশে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরাইল যুক্তরাষ্ট্র। হুতি-নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টেলিভিশনের দাবি, হোদেইদা বন্দরের আশপাশে অন্তত ছয়টি বিমান হামলা রাজধানী সানার নিকটে তিনটি হামলা হয়েছে।

লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকা সংলগ্ন জান্তা শহরের উপকণ্ঠেও ছয়টি বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইলের যুদ্ধবিমান। একই অঞ্চলের শারা পাহাড়েও হামলা চালানো হয়। দক্ষিণ লেবাননের স্রিফা গ্রাম টাইর হারফায় চারটি তৈরি কক্ষ লক্ষ্য করে চালানো হয় ড্রোন হামলা।

সীমান্ত পেরিয়ে সিরিয়ার সরঘায়া শহরেও বিমান হামলা চালানো হয়। যা লেবাননের পার্বত্য এলাকার ঠিক বিপরীত পাশে অবস্থিত।

ইসরাইলি সেনাবাহিনীর দাবি, এই সব হামলার টার্গেট ছিল হিজবুল্লাহ সংশ্লিষ্ট অবকাঠামো। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, সোমবার ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলাটি গাজার বাড়িঘর, যানবাহন এবং সমাবেশকে লক্ষ্য করে চালানো হয়েছিল।

ইসরাইলি সূত্রে জানা গেছে, প্রায় ৩০টি যুদ্ধবিমান এই অভিযানে অংশ নেয় এবং মূলত হোদেইদা বন্দরের সামরিক অবকাঠামো টার্গেট ছিল, যেখান থেকে হুতিরা রেড সি অঞ্চল ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ড্রোন নিক্ষেপ করে থাকে।

সোমবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক ভিডিও বার্তায় বলেন, সেনারা এখন পর্যন্ত গাজার যেসব অঞ্চল দখল করেছে সেখান থেকে তারা আর সরবে না।

এর বদলে সেনারা স্থায়ীভাবে সেখানে থাকবে। এছাড়া গাজায় হামলা আরও তীব্র করার হুমকি দিয়েছেন যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু।

 

 নৌ-ঘাঁটিতে বিশেষ বাহিনীর সদস্যদের সঙ্গে দেখা করে লেফটেন্যান্ট জেনারেল জামির বলেছেন, আমরা আমাদের জনগণকে বাড়ি ফেরাতে এবং হামাসকে পরাজিত করতে চাপ বাড়াচ্ছি। আমরা নতুন এলাকায় অভিযান চালাব এবং সব সন্ত্রাসী অবকাঠামো মাটির ওপরে হোক বা নিচে ধ্বংস করব।


আন্তর্জাতিক ডেস্ক

মন্তব্য করুন