ছবি : সংগৃহীত
মেক্সিকোয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকধারীদের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০ জন। এতে গুরুতর আহত হয় আরও চার পুলিশ সদস্য।
সোমবার (২৯ মে) উত্তরাঞ্চলীয় মন্টেরে-নুয়েভো-লারেডো এলাকায় ঘটে গোলাগুলির এ ঘটনা।
প্রশাসন জানায়, বন্দুকধারীদের একটি দল মহাসড়কে পুলিশ বাহিনীর ওপর আকস্মিক হামলা চালায়। তিনটি ট্রাক আর বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে হামলা শুরু করে তারা। এ সময় পুলিশের পাল্টা গুলিতে ধরাশায়ী হয় সন্ত্রাসী দলটি। ঘটে ব্যাপক হতাহতের ঘটনা।
এ সময় ঘটনাস্থল থেকে বিপুল সংখ্যক গ্রেনেড, বন্দুক ও গুলি উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। মেক্সিকোতে প্রায়ই এ ধরনের গ্যাং সহিংসতার ঘটনা ঘটে। গ্যাংগুলোর বেশিরভাগই মাদক চক্রের সাথে জড়িত।
এনএনবিডি ডেস্ক:
মন্তব্য করুন