• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* তুরস্ক কেন প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন দিলো * আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে আমরা আনন্দিত: ফখরুল * আবদুল হামিদের দেশত্যাগের ঘটনা তদন্তে উচ্চপর্যায়ের কমিটি * ভুটানকে ৩ গোলে উড়িয়ে সেমিতে বাংলাদেশ * সন্ত্রাসে জড়িত ব্যক্তি ও সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা যাবে * যুদ্ধবিরতি চুক্তির পর কাশ্মির সংকটের স্থায়ী সমাধান চায় পাকিস্তান * হাটহাজারীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে * ১০ দফা দাবিতে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিকদের আলটিমেটাম * রাজনৈতিক ঐকমত্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করল সরকার * আ.লীগের বিচা‌রের দা‌বি বিএন‌পিই তু‌লে‌ছিল: সালাহউদ্দিন আহমেদ

মসজিদ ভাঙার প্রতিবাদে চীনে পুলিশের সঙ্গে মুসলিমদের ব্যাপক সংঘর্ষ

news-details

ছবি : সংগৃহীত


সরকারি সিদ্ধান্তে চীনের ইউনান প্রদেশের নাজিয়াইং গ্রামে একটি মসজিদের গম্বুজ ও মিনার ভাঙতে গিয়েছিল কর্তৃপক্ষ। পরে ওই মসজিদ ঘিরে এর প্রতিবাদ জানাতে শুরু করেন স্থানীয় মুসলিমরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁরা সংঘর্ষেও জড়িয়ে পড়েন। 

চীনের উত্তরাঞ্চলে ইউনান শহরের অবস্থান। এটি চীনের মুসলিম অধ্যুষিত অঞ্চল। 

চীন কোনো ধর্মে বিশ্বাস করেন না। তবে সরকারি ঘোষণায় বলা আছে যে কেউ চাইলে ধর্মীয় স্বাধীনতা পাবে। কিন্তু আদতে তা ভিন্ন। সাম্প্রতিক বছরগুলোতে চীনে ধর্মীয় সম্প্রদায়ের ওপর দমন পীড়ন বেড়েছে। বিশেষ করে রাজধানী বেইজিংয়ে কোনো ধরনের ধর্মীয় আচার পালন করতে দেওয়া হচ্ছে না। 

নাগুতে নাজিয়াইং মসজিদটি একটি ঐতিহাসিক নিদর্শন বহন করে। কয়েক বছর আগে মসজিদটি সম্প্রসারিত করা হয়। বিশেষ করে মসজিদটিতে একটি গম্বুজ নির্মাণ করা হয়। এছাড়া কয়েকটি মিনারও সংযোজন করা হয়। 

পরে ২০২০ সালে চীনের আদালত মসজিদে গম্বুজ ও মিনার সংযোজনের বিষয়টিকে অবৈধ বলে রায় দেয় এবং এগুলোকে ভেঙে ফেলার নির্দেশ দেয়। এরপর থেকেই মুসল্লিরা মসজিদটি রক্ষায় চেষ্টা চালিয়ে আসছেন। 

এর আগে ২০১৮ সালের আগস্টের প্রথম সপ্তাহে কর্তৃপক্ষের হাত থেকে মসজিদ ভাঙা ঠেকাতে উত্তর-পশ্চিম চীনে অবস্থান নেন হাজারো মুসলিম। কিন্তু কর্তৃপক্ষ জানিয়েছে, সঠিক বিল্ডিং আইন মেনে তৈরি করা হয়নি অঞ্চলের নতুন মসজিদটি।

এই তিন বছরে ইউনান শহরে ধর্মীয় শিক্ষার অভিযোগ এনে তিনটি মসজিদ বন্ধ করে দিয়েছে সরকার। 

চীন সরকারের বিরুদ্ধে এর আগেও উইঘুর মুসল্লিদের নির্যাতনে কারণে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়। 


এনএনবিডি ডেস্ক:

মন্তব্য করুন