পুঁজিবাজারে ৩০০ কোটির ঘরে লেনদেন
শেয়ার কেনার চেয়ে বিক্রির চাপের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। লেনদেন হওয়া বেশির ভাগ কম্পানির শেয়ারের দাম কমায় এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১১ পয়েন্ট।
অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক কমেছে ১ পয়েন্ট। ডিএসইতে লেনদেন কমে আবারও ৩০০ কোটি টাকার ঘরে নেমেছে।
ডিএসইর তথ্য মতে, গতকাল বাজারে ৩০৬টি প্রতিষ্ঠানের চার কোটি ৯ লাখ ২৪ হাজার ২৯টি শেয়ার কেনাবেচা হয়েছে। টাকার অঙ্কে যার পরিমাণ ৩৪০ কোটি ৪৮ লাখ ৩৬ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৪২৫ কোটি ২৭ লাখ ১৪ হাজার টাকা।
ডিএসইতে দাম বেড়েছে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের। কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১.২১ পয়েন্ট কমে ৬ হাজার ২৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইএস শরিয়াহ সূচক আগের দিনের চেয়ে ৪.১১ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট কমে ২ হাজার ২০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ইন্ট্রাকো রিফুয়েলিং অ্যান্ড স্টেশনের শেয়ার। দ্বিতীয় স্থানে ছিল মুন্নু সিরামিকসের শেয়ার। তৃতীয় স্থানে ছিল বসুন্ধরা পেপারের শেয়ার।
অন্য শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৯ কোটি ২৮ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ১২১ প্রতিষ্ঠানের মধ্যে ৩০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩৫টির এবং ৫৬টির দাম অপরিবর্তিত রয়েছে।
নিজস্ব প্রতিনিধি:
মন্তব্য করুন