• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর * নটরডেম কলেজের ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু * শেওড়াপাড়ায় রাজউকের উচ্ছেদ অভিযান * পুলিশের হাতে থাকবে না কোনো মারণাস্ত্র : স্বরাষ্ট্র উপদেষ্টা * আ.লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি * আরও ৭৮ জনকে সুন্দরবনের চরে ফেলে গেলো বিএসএফ * পিলখানা হত্যাকাণ্ড: আরও ৪০ জন দণ্ডপ্রাপ্ত আসামির জামিন * আমার অনেক ক্ষমতা আছে, এই ক্ষমতা কেন ব্যবহার করবো না: ড. ইউনূস * আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ সব দলের সিদ্ধান্তে হয়েছে: প্রেস সচিব * দাবি আদায়ে অহেতুক সড়ক অবরোধ না করতে ডিএমপির অনুরোধ

কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রার লেনদেন বেড়েছে

news-details

কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রার লেনদেন বেড়েছে


দিন দিন বেড়েই চলেছে ব্যাংকের কার্ডের মাধ্যমে ডলার লেনদেনের প্রবণতা। চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) কার্ডের মাধ্যমে ২ হাজার ৭১৬ কোটি টাকা লেনদেন হয়েছে।

যা গত ২০২১ সালের একই সময়ের চেয়ে ১৬৬ দশমকি ২৭ শতাংশ বেশি। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে মানুষ বৈদেশিক মুদ্রায় লেনদেন করেছে ২ হাজার ৭১৬ কোটি টাকা।

আর গত বছরের প্রথম আট মাসে লেনদেন হয়েছে ১ হাজার ২০ কোটি টাকা। ব্যাংকখাত সংশ্লিষ্টদের মতে, দেশে ডলার সংকটের মধ্যেই মানুষ ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা ও ব্যবসার কাজেও বিদেশে ডলার নিয়ে যাচ্ছেন।

বিদেশে যারা যাচ্ছেন, তারা কার্ডে ডলার এনডোর্স করে নিয়েই যাচ্ছেন। এসব কারণে কার্ডের মাধ্যমে স্থানীয় মুদ্রা ও ডলারের লেনদেন বেড়েছে। প্রতিবেদন বলছে, চলতি বছরের আগস্টে ব্যাংক কার্ডের মাধ্যমে ৩৬ হাজার ৫৫৫ কোটি টাকা লেনদেন হয়েছে।

যা গত জুলাই মাসে ছিল ৩৮ হাজার ৪৬০ কোটি টাকা। এ হিসাবে জুলাই মাসের চেয়ে আগস্ট মাসে কার্ডের মাধ্যমে লেনদেনে ১ হাজার ৯০৫ কোটি টাকা কম ছিল।

আগস্টে কার্ডভিত্তিক স্থানীয় মুদ্রায় ৩৬ হাজার ৩৪ কোটি টাকা লেনদেন হয় আর বৈদেশিক মুদ্রায় লেনদেনের পরিমাণ ছিল ৫২০ কোটি টাকা। আগস্টে স্থানীয় মুদ্রায় লেনদেন কমলেও ডলারে লেনদেনের পরিমাণ ছিল বেশি।


নিজস্ব প্রতিবেদক :

মন্তব্য করুন