news-details

পীরগাছায় পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

সংগৃহীত


রংপুরের পীরগাছার ইটাকুমারী জমিদার বাড়ি থেকে একটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ আগস্ট) ভোর ৪টার দিকে ওই জমিদার বাড়ির পরিত্যক্ত কাচারি ঘর থেকে এসব উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়, পীরগাছা থানার উপপরিদর্শক মো. সফিকুল ইসলাম আকন্দ ও এসআই আব্দুর রাজ্জাক রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তারা গোপন সূত্রে খবর পান, ইটাকুমারী জমিদার বাড়ির একটি পরিত্যক্ত ভবনে ফেনসিডিল মজুদ রয়েছে এবং সেখানে অবৈধ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

বিষয়টি তাৎক্ষণিকভাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হলে তার নির্দেশে রাত্রীকালীন দুটি টহল দল যৌথভাবে সেখানে অভিযান চালায়। অভিযান চলাকালে ওই জমিদার বাড়ির পরিত্যক্ত কাচারী ঘর থেকে একটি ১২ বোরের একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত সেখানেই জব্দ তালিকা প্রস্তুতের মাধ্যমে পুলিশের হেফাজতে নেওয়া হয়।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

উল্লেখ্য, এর আগেও গত ২৭ জুলাই উপজেলার কৈকুড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জানালার সানসেট থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছিল থানা পুলিশ।


নিজস্ব প্রতিবেদক