news-details

রিভাইভার স্পোর্টিং ক্লাবের আয়োজনে আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট শুরু

ছবি: সংগৃহীত


রিভাইভার স্পোর্টিং ক্লাব লিমিটেড-এর উদ্যোগে ঢাকার উত্তর সিটি কর্পোরেশন এলাকার ৬৪টি ফুটবল ক্লাবকে নিয়ে আয়োজিত "ফুটবল টুর্নামেন্ট ২০২৫" আজ ২০ জুন ২০২৫ সকাল ৭ টায় বনানী টিএন্ডটি কলোনী মাঠে বর্ণাঢ্য উদ্বোধনের মাধ্যমে শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও রিভাইভার স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা এবং ফেনী-৩ (দাগনভূঞা, সোনাগাজি) উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ডা. ফখরুদ্দিন মানিক। সন্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক শেখ আসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী এড. মু. আতিকুর রহমান,কুমিল্লা-১০ (লালমাই, লাঙ্গলকোট, সদর দক্ষিণ) উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মু. ইয়াছিন আরাফাতএবং ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট চিকিৎসক ডা. এস. এম. খালিদুজ্জামান।

ক্লাবের সভাপতি ডা. মু. মঈন উদ্দিন-এর সভাপতিত্বে এবং আয়োজক কমিটির আহ্বায়ক ও ক্লাব সহ-সভাপতি নাসির উদ্দিন খান সজল-এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে ক্লাব সহ-সভাপতি খান হাবিব মোস্তফা, ক্লাব সেক্রেটারি হাসানুল বান্না চপল, যুগ্ন সাধারণ সম্পাদক এস এম আরাফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ  আবু তোরাব পান্না, আইন সম্পাদক এ্যডভোকেট কবির হোসাইন প্রমুখ।

রামপুরা, বাড্ডা ও ভাটারা এলাকার ৮টি ক্লাবের মধ্যে নক-আউট ও সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী ক্লাবগুলোর মধ্যে ছিল বাড্ডা গ্রীন ক্লাব, বনশ্রী এলায়েন্স, প্লাটিনাম ক্লাব বসুন্ধরা, বাড্ডা উত্তর স্পোর্টিং ক্লাব, রামপুরা ইয়ুথ ক্লাবসহ অন্যান্যরা।

আগত সকল মেহমান এই টুর্নামেন্ট তরুণ, কিশোর ও যুব ফুটবল প্রতিভাদের তুলে ধরার একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে বিবেচিত হবে, যা ভবিষ্যতে দেশের ফুটবল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


প্রেস বিজ্ঞপ্তি