ছবি: সংগৃহীত
'বিতর্কিত' ৪৪ জন আমলাকে অপসারণ না করায় ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সংগঠনগুলোর জোট ‘জুলাই ঐক্য’।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে মিছিলটি।
পরে মিছিলে অংশগ্রহণকারীরা ওখানে বসেই "ফ্যাসিবাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, আমলাতন্ত্রের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন", "লড়াই, লড়াই, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই" সহ নানা স্লোগান দেন।
তাদেরকে সচিবালয় অভিমুখে যেতে পুলিশের বাধা দেওয়ার ব্যাপারে ঘটনাস্থল থেকে সাংবাদিকদের জানান, সচিবালয়ে আন্দোলনকারীরা মিছিল নিয়ে গেলে তার একটি নেতিবাচক প্রতিক্রিয়া আছে। কারণ একদল মিছিল নিয়ে সচিবালয়ের সামনে গেলে অন্যরাও সচিবালয়ের সামনে আসতে চায়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর এদিন বেলা একটার দিকে জানিয়েছেন, কয়েকজন আন্দোলনকারী ঘটনাস্থলে এখনো আছেন। তবে তাদের চারজনের একটি প্রতিনিধি দল ইতোমধ্যে সচিবালয়ে গেছেন।
সূত্র: বিবিসি বাংলা
এনএনবিডি ডেস্ক