news-details

হবিগঞ্জে বাস-লেগুনার সংঘর্ষ, নিহত ২

প্রতীকী ছবি


ঢাকা- সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে বাস ও লেগুনার সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো চারজন।।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলায় স্টারসিরামিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আজ শনিবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলায় স্টারসিরামিকের সামনে সিলেটগামী একটি বাস পেছন থেকে অপর একটি লেগুনাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দু’জন নিহত ও চারজন আহত হয়েছেন। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশগুলো হাইওয়ে থানার সামনে রাখা হয়েছে।

সূত্র : বাসস


এনএনবিডি ডেস্ক