news-details

চবির মূল ফটক অবরোধ করে বিক্ষোভ ছাত্রলীগের পদবঞ্চিতদের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে দেয় ছাত্রলীগ (ছবি : সংগ্রহীত)


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের কমিটিতে যোগ্যদের মূল্যায়ন করা হয়নি বলে আন্দোলন করেছে পদবঞ্চিতরা। এসময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে দেওয়া হলে আটকে পড়ে শহরগামী শিক্ষক এবং শিক্ষার্থীদের বাস। 

রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে মূল ফটকের সামনে এ আন্দোলন শুরু হয়। 

আরো পড়ুন: রানি এলিজাবেথের শেষকৃত্যে যোগ দেবেন প্রধানমন্ত্রী

আন্দোলনকারীরা জানান, পদবঞ্চিতদের মূল্যায়ন করে ত্যাগী ও পরিশ্রমী কর্মীদের কমিটিতে অর্ন্তভুক্তকরণ। কমিটিতে স্থান পাওয়া নেতাদের যোগ্যতা অনুসারে পদগুলোর পুনঃমূল্যায়ন এবং কমিটিতে পদপ্রাপ্ত বিবাহিত, চাকরিজীবী ও দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাগ্রহণ। 

আরো পড়ুন: খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন পরিবারের

এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পদবঞ্চিত এবং অমূল্যায়িত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিভিন্ন উপগ্রুপ থেকে।


এনএনবিডি, ডেস্ক: