• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* মাগুরায় আচরণবিধি লঙ্ঘন করায় সাকিবকে তলব * পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকে পিটার হাস * নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে যা বলল জাতিসংঘ * বিএনপি নেতা মির্জা আব্বাসের দুদকের মামলার রায় আজ * গোলান মালভূমিতে সেনা মোতায়েন রাশিয়ার, ইসরাইলের জন্য নতুন বার্তা: রিপোর্ট * মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় ৪০ সেনা নিহত * যে কারণে নির্বাচনে অংশ নিচ্ছেন না রওশন এরশাদ * ‘দালাল-ফরিয়াদের নিয়ে নির্বাচনের পাতানো খেলা বন্ধ করুন’ * হেনরি কিসিঞ্জার মারা গেছেন * নির্ধারিত সময়ে নির্বাচন করতে আমরা বাধ্য : সিইসি

লক্ষ্মীপুরে অবরোধের সমর্থনে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের বিক্ষোভ

news-details

ছবি: সংগৃহীত


সরকার পতনের এক দফা দাবিতে চতুর্থ ধাপে বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে লক্ষ্মীপুরে। আজ সোমবার সকালে লক্ষ্মীপুর-রামগতি সড়কের মিয়ার রাস্তার মাথা, শহরের আলিয়া মাদ্রাসা, দালাল বাজার ও ইটেরপোলসহ জেলার বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নিয়ে অবরোধের সমর্থনে বিক্ষোভ করে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা। 

এ ছাড়া সকাল থেকে জেলা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে শহরের সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন অটোরিকশা চলাচল করছে। এদিকে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌ-পথে যাত্রী সংকটের কারণে লঞ্চ চলাচল ব্যাহত হলেও ফেরি চলাচল করছে স্বাভাবিকভাবে। যেকোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মহড়ায় রয়েছেন। 

জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান বলেন, খালেদা জিয়ার মুক্তি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে যে আন্দোলন চলছে। এটি অব্যাহত থাকবে। হামলা-মামলা বা গ্রেপ্তার করে আন্দোলন বন্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি দেন নেতারা। 

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন বলেন, শহরের যান চলাচল স্বাভাবিক রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে। কোনো ধরনের নাশকতা ও সহিংসতা না করতে পারে সেদিকে নজর রয়েছে। কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


এনএনবিডি, ঢাকা

মন্তব্য করুন