• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* মাগুরায় আচরণবিধি লঙ্ঘন করায় সাকিবকে তলব * পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকে পিটার হাস * নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে যা বলল জাতিসংঘ * বিএনপি নেতা মির্জা আব্বাসের দুদকের মামলার রায় আজ * গোলান মালভূমিতে সেনা মোতায়েন রাশিয়ার, ইসরাইলের জন্য নতুন বার্তা: রিপোর্ট * মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় ৪০ সেনা নিহত * যে কারণে নির্বাচনে অংশ নিচ্ছেন না রওশন এরশাদ * ‘দালাল-ফরিয়াদের নিয়ে নির্বাচনের পাতানো খেলা বন্ধ করুন’ * হেনরি কিসিঞ্জার মারা গেছেন * নির্ধারিত সময়ে নির্বাচন করতে আমরা বাধ্য : সিইসি

রংপুরে বিএনপির ৫ নেতার ১০ বছরের কারাদণ্ড

news-details

ছবি: সংগৃহীত


রংপুরে জেলা ও মহানগর বিএনপি’র সদস্য সচিব ও যুবদল নেতাসহ পাঁচজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ১০ বছর আগের নাশকতা মামলায় তাদের এই সাজা দেওয়া হয়। 

 সোমবার দুপুরে রংপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক কৃষ্ণ কান্ত রায় এ ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় মহানগর বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন আদালতে উপস্থিত ছিলেন। অন্য আসামিরা পলাতক রয়েছেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন-জেলা বিএনপি’র সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, জেলা যুবদলের সহ-সভাপতি তারেক হাসান সোহাগ ও যুবদল কর্মী আরিফ হোসেন।

এ মামলার অপর আসামি জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রইচ আহমেদ ও জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সামসুল হক ঝন্টু মৃত্যুবরণ করায় তাদের নাম মামলা থেকে বাদ দেওয়া হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত।

মামলা সূত্রে জানা গেছে, হরতালে নাশকতা সৃষ্টির জন্য বিস্ফোরক দ্রব্যসহ আলোচনা করছে-এমন সংবাদের ভিত্তিতে ২০১৩ সালের ১৯ মে রাত ১১টায় রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ ৭ আসামিকে গ্রেফতারসহ ৫৬টি পটকা বোমা উদ্ধার করে।

দীর্ঘ প্রায় ১০ বছর ধরে মামলার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সোমবার আদালতের বিচারক ৫ আসামিকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার বলেন, অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে। আমরা এ রায়ে সন্তুষ্ট।

আসামি পক্ষের আইনজীবী আফতাব হোসেন বলেন, রাষ্ট্রপক্ষ যে সাক্ষী উপস্থাপন করেছে আদালতে তারা ভিন্ন ভিন্ন সাক্ষ্য দিয়েছে। কাজেই এটা বোঝা যায় একটি সাজানো মামলা। আমরা এ ফরমায়েশি রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতের আপিল করবো।


এনএনবিডি ডেস্ক:

মন্তব্য করুন