ইসরাইলের পার্লামেন্ট। ছবি : পুরনো
ইসরাইলি পার্লামেন্টে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড নিয়ে একটি বিল উত্থাপিত হয়। হামাসের হাতে বন্দী ইসরাইলিদের স্বজন এই বিলের চরম বিরোধিতা করছে। অপরদিকে উগ্র ডানপন্থী দলগুলো বিল পাসের জন্য জোর দিতে থাকে। এতে নেটসে ভবনে ব্যাপক হ্ট্টগোল দেখা গেছে। খবর আলজাজিরার।
সোমবার (২০ নভেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড নিয়ে বিল উত্থাপিত হলে হামাসের হাতে বন্দী ইসরাইলির এক আত্মীয় চেঁচিয়ে ওঠেন। তিনি বলতে শুরু করেন, ‘আরবদের হত্যার কথা বন্ধ করুন। ইহুদিদের বাঁচানোর কথা শুরু করুন।’
এ সময় তিনি ভয় প্রকাশ করে বলেন, আজ যদি আমরা বন্দী ফিলিস্তিনিদের হত্যা করি, তবে আমাদের পরিবারের সদস্যদের জীবন বিপন্ন হতে পারে। আমাদের স্বজনের জীবন বিপন্ন করার অধিকার কারো নেই।
আন্তর্জাতিক ডেস্ক :
মন্তব্য করুন