• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* মাগুরায় আচরণবিধি লঙ্ঘন করায় সাকিবকে তলব * পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকে পিটার হাস * নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে যা বলল জাতিসংঘ * বিএনপি নেতা মির্জা আব্বাসের দুদকের মামলার রায় আজ * গোলান মালভূমিতে সেনা মোতায়েন রাশিয়ার, ইসরাইলের জন্য নতুন বার্তা: রিপোর্ট * মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় ৪০ সেনা নিহত * যে কারণে নির্বাচনে অংশ নিচ্ছেন না রওশন এরশাদ * ‘দালাল-ফরিয়াদের নিয়ে নির্বাচনের পাতানো খেলা বন্ধ করুন’ * হেনরি কিসিঞ্জার মারা গেছেন * নির্ধারিত সময়ে নির্বাচন করতে আমরা বাধ্য : সিইসি

ঢাবিতে ছাত্রদল নেতাকে মারধরের পর পুলিশে দেওয়ার অভিযোগ

news-details

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. তানভীর হাসান


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. তানভীর হাসানকে ধরে নিয়ে মারধরের পর পুলিশে দেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (২০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়। এ বিষয়ে জানতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদের মোবাইল ফোনে একাধিক কল করা হলেও সাড়া পাওয়া যায়নি।

ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১৯ নভেম্বর) দুপুর ২টার দিকে তানভীরের নানি গ্রামের বাড়িতে মারা যান। এদিন সন্ধ্যায় বাড়ির উদ্দেশে রওনার কথা ছিল তানভীরের। 

বাড়ির উদ্দেশে রওনার আগে বিকেলে হরতালের সমর্থনে শাহবাগে শাখা ছাত্রদলের মিছিলে অংশ নেন তিনি। বিকেল ৪টার দিকে মিছিল শেষ হয়। মিছিল শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এলাকা থেকে তানভীরকে ধরে নিয়ে যায় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। তারা তাকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করে।

অভিযোগের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির সংবাদমাধ্যমকে জানান, এ বিষয়টি তাদের জানান নেই।

শাখা ছাত্রদলের ভাষ্য, তানভীরের বিষয়ে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বারবার যোগাযোগ করে। মানবিক দিক বিবেচনায় তার বিষয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানায়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি।

এ বিষয়ে জানতে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাকসুদুর রহমানের মোবাইল ফোনে কল করে তার সাড়া পাওয়া যায়নি।

 

 


নিজস্ব প্রতিবেদক:

মন্তব্য করুন