• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* হরতালের সমর্থনে রাজধানীতে এলডিপির মিছিল * পিছিয়ে দেওয়া হলো মির্জা আব্বাসের রায়ের তারিখ * মানবতাবিরোধী অপরাধ: বাগেরহাটের ৭ জনের মৃত্যুদণ্ড * মাগুরায় আচরণবিধি লঙ্ঘন করায় সাকিবকে তলব * পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকে পিটার হাস * নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে যা বলল জাতিসংঘ * বিএনপি নেতা মির্জা আব্বাসের দুদকের মামলার রায় আজ * গোলান মালভূমিতে সেনা মোতায়েন রাশিয়ার, ইসরাইলের জন্য নতুন বার্তা: রিপোর্ট * মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় ৪০ সেনা নিহত * যে কারণে নির্বাচনে অংশ নিচ্ছেন না রওশন এরশাদ

এক্সে টুইট-রিপ্লে-লাইক দিতে গুনতে হবে অর্থ!

news-details

ছবি : সংগৃহীত


এক্স বা সাবেক টুইটারের নতুন ব্যবহারকারীদের জন্য চার্জের ব্যবস্থা করা হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি “নট আ বট” নামে নতুন একটি সাবস্ক্রিপশন সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছে। এটি শুধু নিউজিল্যান্ড ও ফিলিপাইনে পরীক্ষামূলকভাবে চালু রয়েছে।

এটি সম্পর্কে সর্বপ্রথম তথ্য জানায় ফরচুন। নিয়ম অনুযায়ী নতুন ব্যবহারকারীকে টুইট করতে বছরে এক ডলার বা তার সমপরিমাণ মূল্য দিতে হবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়— চলতি মাসের ১৭ তারিখে পরীক্ষামূলকভাবে “নট আ বট” দুটি দেশে চালু করা হয়েছে। এক্স আরও জানায়, পরীক্ষামূলক নতুন এই ফিচারটি ডেভেলপ করা হয়েছে স্প্যাম কমানো, প্ল্যাটফর্ম এবং বট অ্যাক্টিভিটি নিয়ন্ত্রণ করতে। এটি স্প্যামার এবং বট ঠেকানোর জন্য খুবই ভালো একটি হাতিয়ার।

সংবাদ মাধ্যম এনগেজেট জানায়, নতুন এই স্কিম অনুযায়ী ব্যবহারকারীদের কাছে থেকে ভেরিফাই করতে ফোন নম্বর নেওয়া হবে। এরপর তাদেরকে মূল ফিচার ব্যবহার করার জন্য যেমন টুইট, রিটুইট, বুকমার্ক এবং লাইক ইত্যাদি ব্যবহারের জন্য এক ডলার মূল্য পরিশোধ করতে হবে। মূল্য না দিলে এক্সকে শুধু “রিড অনলি” মোডে ব্যবহার করতে দেবে। তবে এক্স জানায়, এটি কোনও প্রফিট ড্রাইভার নয়। যেসব ব্যবহারকারী রয়েছেন তাদের কোনও মূল্য পরিশোধ করতে হবে না।


এনএন বিডি, ঢাকা

মন্তব্য করুন