• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত * ভারতে প্রথম ধাপের লোকসভা নির্বাচনে ভোট পড়েছে ৬০ শতাংশ * অতিবৃষ্টিতে দুবাই বিমানবন্দরে এখনো অচলাবস্থা * ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে : ডাঃ শফিকুর রহমান * ইসরাইল কি আবারো হামলার পরিকল্পনা করছে! * বিএনপির হাল ধরার কেউ নেই : ওবায়দুল কাদের * ১১ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক * ‘ভারত বাংলাদেশের বন্ধু, এটা যারা বলে তাদের মানসিক সমস্যা’ * তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্কে বিশ্ববাসি * সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি

‘নবজাতক পাওনার’ নামে চাঁদাবাজি, গ্রেপ্তার তৃতীয় লিঙ্গের ৪

news-details

গ্রেপ্তার তৃতীয় লিঙ্গের ৪


রাজধানীর উত্তরায় ‘নবজাতক পাওনা’-এর নামে চাঁদাবাজির অভিযোগে চার তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—আলো (২৮), শারমীন (২৩), মিম (৩০) এবং রুমা (২৫)। 

উত্তরা ৯ নম্বর সেক্টরে চাঁদাবাজির সময় রোববার সকালে তাঁদের গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেফতারকালে তাঁদের কাছ থেকে চাঁদাবাজির তিন হাজার টাকা জব্দ করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা ‘হিজড়া সংঘের’ গুরু শান্তার শিষ্য। তাঁরা উত্তরার আবদুল্লাহপুর, হাউজবিল্ডিং, সেক্টর ৮ ও ৯ নম্বরে চাঁদাবাজি করে বেড়ান বলে জানিয়েছে পুলিশ। 

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘উত্তরা ৯ নম্বর সেক্টরে নবজাতকের জন্য চাঁদাবাজির অভিযোগে চারজন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে নগদ ৩ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়েছে।’ 

ওসি মোহাম্মদ মসহীন বলেন, ‘উত্তরা ৯ নম্বর সেক্টরের এক ভবনের ভাড়াটিয়ার গত ৬ আগস্ট এক কন্যা শিশুর জন্ম হয়। একই ভবনের আরেক ভাড়াটিয়ার দু’মাস আগে কন্যা শিশুর জন্ম হয়। খবর পেয়ে ওই চার তৃতীয় লিঙ্গের ব্যক্তি দুই নবজাতকের জন্য ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। এটাকে তাঁদের ভাষায় বলে “নবজাতক পাওনা”।’ 

ওসি বলেন, ‘ভুক্তভোগী ভাড়াটিয়ারা চাঁদা দিতে অপারগতা স্বীকার করলে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা নবজাতক দুটিকে নিয়ে যাওয়ার হুমকি দেয়। একপর্যায়ে ভুক্তভোগীদের একজন তাঁদের ৩ হাজার টাকা দেন। কিন্তু বাকিজন টাকা না দিলে তাঁর ঘরের দরজায় লাথি মেরে, ঘরের সামনে চিৎকার চেঁচামেচি করে তাঁরা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেন।’ 

 ‘একপর্যায়ে ভুক্তভোগীরা থানা পুলিশের সহযোগিতা চান। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাঁদের গ্রেফতার করে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় চারজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।’ 

নিজস্ব প্রতিবেদক

মন্তব্য করুন