• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* স্বাধীনতা সূচকে ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ * রাঙামাটিতে অস্ত্রসহ কেএনএফ‘র ৮ সন্ত্রাসী আটক * বাংলাদেশের বোলিং কোচ হলেন পাকিস্তানের মুশতাক * অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে ব্যবস্থা নেয়া হবে: তথ্যপ্রতিমন্ত্রী * বগুড়ায় থানায় হামলা করে পুলিশকে মারপিট, নুরুর ৬ দিনের রিমান্ড * ‘হয়রানির উদ্দেশ্যে নুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা করা হয়েছে’ * ‘ডা. জাফরুল্লাহ ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর’ * মালয়েশিয়ায় ২ মাস ধরে মর্গে পড়ে আছে প্রবাসীর লাশ * প্রাণ বাাঁচাতে বাংলাদেশে মিয়ানমারের আরো ১২ সেনা * তীব্র দাবদাহে ঢাকায় নামল স্বস্তির বৃষ্টি

৩ দিন পার হলেও লাশ ফেরত দেয়নি বিএসএফ

news-details

ছবি-সংগৃহীত


দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক শাহাবুল হোসেন বাবুর (২৪) লাশ তিন দিন পেরিয়ে গেলেও ফেরত দেয়নি ভারতের সীমান্তরক্ষী বাহিনী। এদিকে সন্তানের লাশ ফেরত পেতে পরিবার ও স্বজনরা আকুতি করে ফিরছেন সীমান্ত এলাকাসহ বিজিবির কাছে।

জানা গেছে, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলার এর ২৫ নং সাবপিলার এর ২০০-৩০০ গজ ভারত অভ্যন্তরে কুন্ডপাড়াতে এই ঘটনা ঘটে। নিহত সাহাবুল হোসেন বাবু হিলির ফকিরপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। এদিকে, ছেলের মরদেহ ফেরত পেতে বিজিবিসহ বিভিন্ন দফতরে পত্র দিয়েছেন বাবা আবুল হোসেন।

স্থানীয়রা জানান, সীমান্তের ফকিরপাড়া (ধরন্দা) এলাকার ২৮৫ নং মেইন পিলার এর ২৫নং সাব-সীমানা পিলারের পাশ দিয়ে ওই যুবক ভারতের কুন্ডুপাড়া এলাকায় ঢুকে পড়েন। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর তিন দিন পার হলেও লাশ ফেরত দেয়নি। এর ফলে ভারতেই পড়ে আছে নিহত বাবুর লাশ।

নিহতের বাবা আবুল হোসেন বলেন, আমার ছেলেকে বিএসএফ সদস্যরা গুলি করে হত্যা করেছে- এমন খবর পেয়ে শুক্রবার রাত থেকেই স্থানীয় বিজিবি ক্যাম্পে যোগাযোগ করি। সর্বশেষ ছেলের লাশ ফেরত আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গতকাল বিজিবির কাছে লিখিত আবেদন করেছি। কিন্তু বিজিবি এখন পর্যন্ত এ বিষয়ে কোনও পদক্ষেপ নিচ্ছে না। ছেলের লাশ এখন ভারতের পুলিশের হেফাজতে পড়ে আছে। লাশ দ্রুত দেশে এনে ইসলামের রীতি অনুযায়ী দাফন কাজ সম্পন্ন করতে পারি- সেই ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।

নিহতের স্ত্রী বাবলী আক্তার বলেন, বাবু শুক্রবার সন্ধ্যায় মেয়ের খাবার কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর রাত ১০টার দিকে প্রতিবেশীরা জানান, আমার স্বামীকে বিএসএফ নাকি গুলি করে হত্যা করেছে।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে বিএসএফের সঙ্গে আমাদের আলোচনা চলছে।

 


এনএনবিডি, ডেস্ক:

মন্তব্য করুন