সংগৃহীত
নোয়াখালীর হাতিয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ১নং যুগ্ম-সম্পাদক শাহনেওয়াজ এর উপর একদল সন্ত্রাসী হামলা করে। এতে শাহনেওয়াজ ও তাকে মোটরসাইকেলে বহনকারী তার ভাগিনাকে গুরুতর আহত করেন সন্ত্রাসীরা।
ছাত্রদল নেতা শাহনেওয়াজ-এর অভিযোগ, এটা সম্পূর্ণ আওয়ামী লীগের সন্ত্রাসী দ্বারা পরিকল্পিত হামলা করা হয়েছে আমার উপর। আমি হাতিয়া'তে আসার পর বিএনপির গণজাগরণে ঈর্ষান্বিত হয়ে আমাকে দমিয়ে রাখার জন্যই মুলত এই ন্যাক্কার জনক হামলা ঘটিয়েছে আওয়ামী লীগ। হামলাকারীরা তাঁকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ করেন। তাঁরা তাঁর সঙ্গে থাকা নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে যান। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। তিনি স্থানীয় পল্লি চিকিৎসকের মাধ্যমে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। নিরাপত্তার কারণে তিনি হাসপাতালে ভর্তি হননি বলে দাবি করেন।
হামলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক বলেন, ছাত্রলীগের কয়েকজন কর্মী মাইজদী বাজার এলাকা দিয়ে যাওয়ার সময় ছাত্রদল নেতার সঙ্গে থাকা কর্মীরা তাঁদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সামান্য হাতাহাতি হয়েছে। তিনি দাবি করেন ছাত্রদলের নেতার ওপর ছাত্রলীগের কেউ হামলা করেননি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, ছাত্রদলের এক নেতার ওপর হামলার কথা তাঁকে ফোনে জানানো হয়েছিল এবং তৎক্ষনাৎ পুলিশের একটা টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় ছাত্রদল নেতার পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। তিনি আরো বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনএনবিডি২৪/এমএ
এনএনবিডি ডেস্ক
মন্তব্য করুন