• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত * ভারতে প্রথম ধাপের লোকসভা নির্বাচনে ভোট পড়েছে ৬০ শতাংশ * অতিবৃষ্টিতে দুবাই বিমানবন্দরে এখনো অচলাবস্থা * ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে : ডাঃ শফিকুর রহমান * ইসরাইল কি আবারো হামলার পরিকল্পনা করছে! * বিএনপির হাল ধরার কেউ নেই : ওবায়দুল কাদের * ১১ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক * ‘ভারত বাংলাদেশের বন্ধু, এটা যারা বলে তাদের মানসিক সমস্যা’ * তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্কে বিশ্ববাসি * সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি

স্পীকারের সাথে নব-নির্বাচিত বিপিজেএ কমিটির সাক্ষাৎ

news-details

ছবি : সংগৃহীত





বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির সাথে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের (বিপিজেএ) নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আজ তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। 

সাক্ষাতকালে তারা গণমাধ্যম ও বিপিজেএ নির্বাচনসহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

স্পীকার নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, বিদায়ী কমিটি ও নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে একসাথে কাজ করতে হবে। তিনি বলেন, সংসদ বিটকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নাই। এসময়  তিনি সুন্দরভাবে বিতর্কের ঊর্ধ্বে বিপিজেএ নির্বাচন- ২০২২ অনুষ্ঠানের আয়োজন করায় প্রধান নির্বাচন কমিশনার ও গণসংযোগ শাখার পরিচালক মোঃ তারিক মাহমুদসহ নির্বাচন কমিশনের সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, করোনাকালেও বিদায়ী কমিটির সাংবাদিক নেতৃবৃন্দ খুবই সক্রিয়ভাবে কাজ করেছেন। এসময় তিনি সাংবাদিকদের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রদানের উপর গুরুত্বারোপ করেন। 


ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গঠিত নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।  

এসময় বিদায়ী কমিটির সভাপতি উত্তম চক্রবর্তী, সাধারণ সম্পাদক কামরান রেজা, নব-নির্বাচিত কমিটির সভাপতি হারুন আল রশীদ, সাধারণ সম্পাদক নাফিজা দৌলাসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এনএনবিডি, ঢাকা:

মন্তব্য করুন