• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* মুশফিকের সেঞ্চুরিতে বাংলাদেশের রানের রেকর্ড * যুদ্ধ চাই না, তবে আক্রমণ করলে সমুচিত জবাব: প্রধানমন্ত্রী * বান্দরবানে দুই ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ৬ * ফিফটির পর মুশফিকের ৭ হাজার রান পূর্ণ * আবারও সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, পেছাল বাংলাদেশ * মস্কো পৌঁছালেন শি জিনপিং * দাফনের সাড়ে ৬ মাস পর কবর থেকে লাশ উত্তোলন * বান্দরবানে ট্রাক-চাঁদের গাড়ির সংঘর্ষে নিহত ৪ * রাইসিকে সৌদি ভ্রমণের আমন্ত্রণ জানালেন বাদশা সালমান * ইরাক যুদ্ধের ২০ বছর, সাদ্দামকে হটিয়ে কী পেল ইরাকিরা?

স্ত্রীর করা মামলায় কারাগারে সিটি ব্যাংকের চেয়ারম্যান

news-details

ছবি-সংগৃহীত


স্ত্রীর করা মামলায় সিটি ব্যাংকের চেয়ারম্যান ও পারটেক্স স্টার গ্রুপের ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে ওই মামলা করা হয়।

বৃহস্পতিবার (১৬ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত তার জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন।

এদিন আদালতে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে স্থায়ী জামিনের আবেদন করেন আসামি আজিজ কায়সার। অপরদিকে বাদীপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী তুহিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে তাবাসসুম কায়সার বাদী হয়ে আদালতে মোট চারটি মামলার আবেদন করেন। এরপর আদালত তেজগাঁও শিল্পাঞ্চল থানাকে তিন মামলায় এজাহার গ্রহণের নির্দেশ দেন। এরপর গত ৭ ফেব্রুয়ারি ঢাকার আদালতে আত্মসমর্পণ করেন। এরপর আদালত শর্তসাপেক্ষে ১৬ মার্চ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

জানা গেছে, আসামি আজিজ আল কায়সার জাল জালিয়াতির মাধ্যমে মামলার বাদী তাবাসসুম কায়সারের স্বাক্ষর নকল করে তার মালিকানাধীন স্টার পার্টিকেল মিলস লিমিটেডের শেয়ার হস্তান্তর করেন।


এনএনবিডি, ডেস্ক:

মন্তব্য করুন

আরো সংবাদ