• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* তিন শিশুর মৃত্যুরহস্য : অ্যানেসথেসিয়ার ওষুধেও ভেজাল * শিক্ষার্থী বেড়েছে কারিগরি ও মাদ্রাসায়, কমেছে মাধ্যমিকে * রহমতের পর আসছে মাগফিরাত * গাজায় সাহায্য বাড়াতে ইসরাইলকে নির্দেশ আইসিজের * দক্ষিণ আফ্রিকায় বাস খাদে, নিহত ৪৫ * বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতের শাড়ি দিয়ে কাঁথাও বানায় না: রিজভী * ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা-ছাত্রশিবির সভাপতি * বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন * রক্তদাতাদের সংবর্ধনা দিলো দি স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন * স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন স্থগিত

সবাই মাফ করে দিবেন আমাকে : ইউক্রেনে বাংলাদেশী নাবিক

সবাই মাফ করে দিবেন আমাকে : ইউক্রেনে বাংলাদেশী নাবিক

news-details

নাম - ছবি : সংগ্রহীত


উক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধে বাংলাদেশের একটি জাহাজ আটকে পড়েছে। বাংলাদেশী ওই জাহাজটিতে ২৯ জন নাবিকও রয়েছে। তাদের খাবার ও সুপেয় পানিও শেষ হয়ে গেছে। ইউক্রেন থেকে বের হয়ে আসার চ্যানেলের তলদেশে পুতে রাখা হয়েছে মাইন। ফলে তারা বের হতেও পারছেন না। কারণ মাইনের ওপর জাহাজ গেলেই হবে বিস্ফোরণ। আটকে পড়া নাবিকদের একজন হলেন আতিকুর রহমান। তিনি তাদের করুণ পরিস্থিতির বর্ণনা দিয়ে ও গণমাধ্যমের সহায়তা চেয়ে বাংলাদেশ সময় সোমবার দুপুর সাড়ে ১২টায় ফেসবুকে বাংলা ও ইংরেজীতে একটি পোষ্ট দিয়েছেন। জাহাজের একটি ইমো নাম্বারও তিনি শেয়ার করেছেন। পাঠকদের জন্য তার ফেসবুক পোষ্টটি হুবহু তুলে ধরা হলো-
ফেসবুক পোষ্ট-
আপডেট: আলহামদুলিল্লাহ্‌ দুই মাসের খাবার এর যোগান হয়েছে।
ইউক্রেনের যুদ্ধ
আমরা গত ২৩/০২/২২২ তারিখে ইউক্রেনে পৌছায়! তখনো কোন সমস্যা ছিলো না ইউক্রেনে কিন্তু ২৩ তারিখ বিকালে আমরা ব্লাক সী এর চ্যানেল ধরে একদম ইউক্রেনের ভিতরে ৬০ নটিক্যাল মাইল প্রবেশ করি ৮ ঘন্টা সময় লাগে! চ্যানেল বলতে এটা একটা সুরু রাস্তা জাহাজ চলাচলের জন্য! এবং এই ৮ ঘন্টা ইউক্রেনের পাইলট আমাদের জাহাজ চালাই! এটা পৃথিবীর সব দেশে সব জাহাজ - সুরু, বা কোন দেশে প্রবেশ বা ট্যাফিক বেশি থাকলে পাইলট ওটে জাহাজে! পাইলট মানে লোকাল ক্যাপটেন এককথায়! আমরা র্পোটে এসে ইনার ইংকর করি এবং ২৪ তারিখ ভর ৫ টা থেকে রাশিয়া প্রথম বোমা হামলা করে বিমান থেকে! আমরা প্রথম বোমা ফেলা দেখি ২৪ তারিখ সকাল ৯ টায় আমাদের জাহাজ থেকে ১০০ মিটার দূরে ৩-৪ মিনিটের দূরে হবে!এবং ইউক্রেনে তখন অনেক জায়গায় হামলা শুরু হয়ে গেছে! আজকে পযন্ত আমরা সেইম জায়গায় আছি - আমাদের লোকেশান
46°49.906'NORTH
31°55.236' EAST
Olviia Port, Ukraine.

আমরা ২৯ জন নাবিক আছি জাহাজে! এবং এটা বাংলাদেশের পতাকা বাহী জাহাজ বাংলাদেশ সরকার এর! আমাদের জাহাজের IMO NUMBER 9793832

আমাদের খাবার, খাবার পানি এবং জাহাজের তেল সংকটের দিকে, এবং সংগ্রহ করার কোন উপায় নাই! অনেক দেশের জাহাজে হামলা হয়েছে! এবং এখন ইউক্রেনের সারাদেশে যুদ্ধ হচ্ছে! বিমান হামলা হচ্ছে, মিশাইল হামলা হচ্ছে এবং সবসময় বোমা বিস্ফোরণ হচ্ছে! সাধারণ মানুষ যুদ্ধে আংশগ্রহন করেছে

আমাদের চ্যানেলে আরো কিছু জাহাজ রয়েছে, জাহাজ নিয়ে বের হওয়ার অনেক চেষ্টা করেছি শুরুতে কিন্তু কোন উপায় নাই সবচেয়ে বড়ো সমস্যা পানির নিচে বের হওয়ার রাস্তায় ব্লাকসী চ্যানেলে মাইন পুঁতেছে, কোন জাহাজ ওটার উপর দিয়ে গেলে বিস্ফোরণ হবে! সবাই আল্লাহর কাছে দোয়া করবেন আমাদের জন্য! এবং বাংলাদেশে সবাই সরকার এবং শিপিং সংস্থা গুলোর সাথে যোগাযোগ করুন আমাদের উদ্ধার করার জন্য! যদি সম্ভব হয় মিডিয়ায় জানাবেন ! সবাই মাফ করে দিবেন আমাকে, বিমান হামলা হচ্ছে এখনও অনেক! আল্লাহ হাফেজ

এনএনবিডি২৪ ডেস্ক

মন্তব্য করুন