• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* সরকারের পদত্যাগ ও ইসির পুনর্গঠনের বিকল্প নেই : দুদু * বাংলাদেশে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: তথ্যমন্ত্রী * বাংলাদেশে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: তথ্যমন্ত্রী * খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ফারুক * প্রধানমন্ত্রীকে ক্ষমতা ছাড়ার আহ্বান চরমোনাই পিরের * ৮ কোটি বছর আগে হারিয়ে যাওয়া অষ্টম মহাদেশের খোজ পেয়েছেন বিজ্ঞানীরা! * হলের গেস্টরুমে দুই ঘন্টা আটকে রেখে সাংবাদিককে পেটাল ঢাকা কলেজ ছাত্রলীগ * যেমন কুকুর তেমন মুগুর, আ.লীগের ইশতেহার নিয়ে ওবায়দুল কাদের * মাঠে নামলেন না ইনজুরিতে থাকা মেসি, শিরোপাও জেতা হলো না মায়ামির * ইসরায়েলে একই পরিবারের ৫ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

শুক্রবার দেখা যেতে পারে চাঁদ, জানাল আবহাওয়া অধিদপ্তর

news-details

ছবি : সংগৃহীত


বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী শুক্রবার (২১ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে। সেই হিসাবে পরের দিন শনিবার (২২ এপ্রিল) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার কথা।

সম্প্রতি আবহাওয়া অফিসের জলবায়ু শাখার সূর্যাস্তের সময় চাঁদের স্থানাংক সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আগামী ২১ এপ্রিল (২৯ রমজান) সূর্যাস্তের সময় অর্থাৎ সন্ধ্যা ৬টা ২৫ থেকে ৭টা পর্যন্ত সময়ে আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। এ ছাড়া পরদিন অর্থাৎ ২২ এপ্রিল বা ৩০ রমজানের সূর্যাস্তের সময় চন্দ্রতিথির তৃতীয়ায় অবস্থান করবে চাঁদ। সেদিন বাংলাদেশের সকল স্থানেই চাঁদটিকে বড় দেখা যাবে।

এ বিষয়ে আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, চাঁদের নির্দিষ্ট বয়সের ওপর নির্ভর করে বলা যায়, সেটি কোনদিন কোন আকৃতিতে থাকতে পারে। সে হিসেবে ২১ এপ্রিল চাঁদের বয়স ১.৩৪০৫ (১.৩) দিন হয়ে যাচ্ছে। সেদিন চাঁদের অলটিটিউড ১৬ ডিগ্রি থাকবে। সাধারণত ৭ ডিগ্রির বেশি হলে বা ৮ ডিগ্রি হলেই চাঁদ দেখা যায়। তাই ২১ এপ্রিল চাঁদ দেখা যাবে এটা নিশ্চিত। তবে আমাদের চোখে সেটা না-ও পড়তে পারে।


এনএনবিডি ডেস্ক:

মন্তব্য করুন