• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত * ভারতে প্রথম ধাপের লোকসভা নির্বাচনে ভোট পড়েছে ৬০ শতাংশ * অতিবৃষ্টিতে দুবাই বিমানবন্দরে এখনো অচলাবস্থা * ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে : ডাঃ শফিকুর রহমান * ইসরাইল কি আবারো হামলার পরিকল্পনা করছে! * বিএনপির হাল ধরার কেউ নেই : ওবায়দুল কাদের * ১১ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক * ‘ভারত বাংলাদেশের বন্ধু, এটা যারা বলে তাদের মানসিক সমস্যা’ * তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্কে বিশ্ববাসি * সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি

রাইসিকে সৌদি ভ্রমণের আমন্ত্রণ জানালেন বাদশা সালমান

news-details

ছবি-সংগৃহীত


ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে সৌদি আরবের রাজধানী রিয়াদ সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদ।

রোববার (১৯ মার্চ) আন্তরিকভাবে সৌদি আমন্ত্রণ গ্রহণ করেন ইরানের প্রেসিডেন্ট। দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তির পরপরই সৌদির তরফ থেকে প্রথমবারের মতো ইরানের শীর্ষ পর্যায়ের কাউকে আমন্তণ জানানো হলো। 

ইরান প্রেসিডেন্টের ডেপুটি প্রধান এক টুইটা বার্তায় বলেন, রাইসিকে  সৌদি ভ্রমণের জন্য বাদশা সালমান আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার এ আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন। রোববার এক টুইট বার্তায় তিনি এসব কথা বলেন।

মধ্যপ্রাচ্যের পরাশক্তিধর এই দুই দেশের মধ্যে দীর্ঘ সাত বছর ধরে শীতল যুদ্ধ চলছিল। সেই শীতল যুদ্ধ থামিতে দিতে সহযোগিতা করেছে চীন। চীনের সহযোগিতায় দীর্ঘ সাত বছর পর আবারও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে ইরান ও সৌদি আরব। 

২০১৬ সালে সৌদি আরব শিয়া ধর্মগুরু নিমর আল নিমরের ফাঁসি কর্যকর করলে ইরানে সৌদি আরবের দূতাবাসে হামলা চালায় শিয়া ধর্মের অনুসারিরা। এরপরই থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। 

চীনের সহযোগিতার দুই দেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার পর সৌদি আরব আগামী দুই মাসের মধ্যে আবারও ইরানে দূতাবাস খোলার ঘোষণা দিয়েছে। এছাড়া ২০ বছর আগে দুই দেশের মধ্যে যে সম্পর্কের কথা বলা হয়েছিল। সেগুলো তারা আবার পুনরায় চালু করবে। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান রোবার সাংবাদিকদের বলেন, দুই দেশ তাদের শীর্ষ কূটনীতিকদের মধ্যে বৈঠকে বসতে সম্মত হয়েছে।

বৈঠকে বসতে তিনটি স্থান নির্ধারণ করা হয়েছে। তবে সেগুলোর নাম বলা হয়নি। 


এনএনবিডি, ডেস্ক:

মন্তব্য করুন