• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* যুদ্ধ চাই না, তবে আক্রমণ করলে সমুচিত জবাব: প্রধানমন্ত্রী * বান্দরবানে দুই ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ৬ * ফিফটির পর মুশফিকের ৭ হাজার রান পূর্ণ * আবারও সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, পেছাল বাংলাদেশ * মস্কো পৌঁছালেন শি জিনপিং * দাফনের সাড়ে ৬ মাস পর কবর থেকে লাশ উত্তোলন * বান্দরবানে ট্রাক-চাঁদের গাড়ির সংঘর্ষে নিহত ৪ * রাইসিকে সৌদি ভ্রমণের আমন্ত্রণ জানালেন বাদশা সালমান * ইরাক যুদ্ধের ২০ বছর, সাদ্দামকে হটিয়ে কী পেল ইরাকিরা? * আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি

যুক্তরাষ্ট্রে পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ছড়িয়েছে ১৫ লাখ লিটার ‘রেডিওঅ্যাক্টিভ পানি’

news-details

ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একটি পরমাণুভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে চার লাখ গ্যালন (১৫ লাখ লিটার) রেডিওঅ্যাক্টিভ পানি ছড়িয়ে পড়েছে। ঘটনা গত নভেম্বরের, কিন্তু গত বৃহস্পতিবার অঙ্গরাজ্য সরকারের কর্মকর্তারা বিষয়টি জানান। খবর: বিবিসি’র।

মিনেসোটা অঙ্গরাজ্যের জনবহুল শহর মিনেপোলিস থেকে ৩৫ মাইল দূরে ছোট্ট শহর মন্টিসেলোতে পরমাণু বিদ্যুৎকেন্দ্রটির অবস্থান।

মিসিসিপি নদীর উজানে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রটির পরিচালনাকারী কোম্পানি ‘এক্সেল এনার্জি’ বলছে, ছড়িয়ে পড়া রেডিওঅ্যাক্টিভ পানির পুরোটাই বিদ্যুৎকেন্দ্রের ভেতরে আছে, বাইরে যায়নি। দুটি ভবনের মধ্যকার পাইপ ছিদ্র হয়ে এটি ছড়িয়ে পড়তে থাকে।

অঙ্গরাজ্য কর্তৃপক্ষ বলছে, এতে তাৎক্ষণিক স্বাস্থ্য ঝুঁকি নেই।

পরমাণু বিদ্যুৎকেন্দ্রের বর্জ্য ট্রিটিয়াম রয়েছে এ পানিতে। মিসিসিপি নদী পর্যন্ত এই রেডিওঅ্যাক্টিভ পানি পৌঁছায়নি বলেও জানায় কোম্পানি কর্তৃপক্ষ।

গত ২১ নভেম্বর ঘটনার পরপরই কোম্পানিটি যুক্তরাষ্ট্রের কেন্দ্রী পরমাণু নিয়ন্ত্রণ কমিশনকে (এনআরসি) জানিয়েছিল। তবে এনআরসি বা অঙ্গরাজ্য কর্তৃপক্ষ তা জনসাধারণকে জানায়নি।

এর আগে ২০০৯ সালেও মন্টিসেলোর এই পরমাণু বিদ্যুৎকেন্দ্রে পাইপ ছিদ্র হয়ে এমন একটি ছোট ঘটনা ঘটেছিল।


এনএনবিডি ডেস্ক :

মন্তব্য করুন