• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* যুক্তরাষ্ট্র কখনো যাইনি, ভবিষ্যতেও যাব না: বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী * ডেঙ্গুতে আরও ১৯ জনের মৃত্যু * অধিকারের আদিলুর-নাসিরের হাইকোর্টে আপিল * রাজধানীর সূত্রাপুরে বিএনপির সমাবেশ চলছে * ভারতের সাথে বিরোধে কানাডার মিত্ররা কেন ট্রুডোর পাশে দাঁড়াচ্ছে না? * খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদনে যা রয়েছে * খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা, সরকারের ‘কিছু করার নেই’ : আইনমন্ত্রী * ভিসানীতির কারণে পুলিশ ইমেজ সংকটে পড়বে না: আইজিপি * অস্ত্র ব্যবসার জন্য ইউক্রেন যুদ্ধ: পোপ ফ্রান্সিস * ঢাকার রাস্তায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আহত ভুবন মারা গেলেন

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অবৈধ হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন

news-details

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অবৈধ হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন


বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
 
আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে গুলশানের শাহজাদপুরে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট’স সাপোর্ট ফোরাম এর ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়। 
  
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিতে অবৈধ হস্তক্ষেপ বন্ধ করা, ট্রাস্টি বোর্ড দখল করে অবৈধ ভাবে অর্থ লুটপাট করার ঘৃণ্য ষড়যন্ত্র বন্ধ করা, ক্যাম্পাস নিয়ে অপরাজনীতি বন্ধ করাসহ রাজনীতি মুক্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দাবি জানান শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা বলেন, আমরা জানি সরকার কোন ভাবে এটার সাথে জড়িত নয়, সরকারকে কিছু অসাধু অতিউৎসাহী ব্যক্তি এসব করাচ্ছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেদোয়ান জানান, আমরা এখানে এসেছি মূলত, কিছু অসাধু ব্যবসায়ী ও রাজনীতিবীদদের নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে। কারণ আমরা যারা প্রাইেভট বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছি,তাদের প্রধান উদ্দেশ্য থাকে রাজনীতি মুক্ত, ধুমপান মুক্ত একটা সুন্দর পরিবেশ। আমাদের অভিভাবকদের ও একই উদ্দেশ্য থাকে। আামার মত হাজারো ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস হওয়ায় এখানে পড়াশোনা করতে এসেছে। আমাদের কয়েকটি দাবি ছিলো যা আজকের মানববন্ধনে তুলে ধরা হয়েছে। 

এদিকে আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় বেসরকারি বিশ্ববিদ্যালয়  মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজের পুনর্গঠনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে বৈঠকে বসেছে শিক্ষা মন্ত্রণালয়।

এর আগে গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক নোটিশে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি -এর বোর্ড অব ট্রাস্ট্রিজের পুর্নগঠনের সম্মতি জ্ঞাপন করেছেন বলে উল্লেখ করা হয়। সেই সম্মতি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়টির ভিসি এবং সংশ্লিষ্ট অন্যান্যদের সঙ্গে বৈঠক চলছে। বৈঠকে সাবেক বেশ কিছু সচিব, আমলা ও শিক্ষাবিদকে আমন্ত্রণ জানানো হয়েছে। 

ক্যাম্পাস প্রতিবেদক

মন্তব্য করুন