• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না: মির্জা ফখরুল * ভয়াবহ পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে সরকার অভিযোগ বিএনপির * ঢাকা ১৭ আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা * নির্যাতন যত বাড়বে, আন্দোলন তত তীব্র হবে : নজরুল ইসলাম * ড. ইউনূসের কর ফাঁকি প্রমাণিত : ১২ কোটি টাকা পরিশোধের নির্দেশ * এখন আর ভয় দেখিয়ে লাভ নেই: ফখরুল * ২০২৩-২৪ বাজেট : দাম কমতে পারে যেসব পণ্যের * রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৪ * মসজিদ ভাঙার প্রতিবাদে চীনে পুলিশের সঙ্গে মুসলিমদের ব্যাপক সংঘর্ষ * বাংলাদেশের ফরেন রিজার্ভ নিরাপদ দেশে স্থানান্তরের নির্দেশনা চেয়ে রিট

বাজারে আগাম আম: ক্রেতা সংকটে হতাশ ব্যবসায়ীরা

news-details

ছবি : সংগ্রহীত


বাজারে মৌসুমি ফল আমের আগাম সরবরাহ আসলেও দাম বেশী হওয়ায় ক্রেতা সংকটে হতাশ ব্যবসায়ীরা। 

রাজধানীর নিউমার্কেট এলাকার কাঁচাবাজারের ফল বিক্রেতা মো. সেলিম মিয়া বলেন, আজকে মাত্র বিশ কেজি আম আনছি। সারাদিনে মাত্র দুই কেজি বেচতে পারছি। আম অহন বাজারে তেমন একটা আসে নাই। দাম বেশি, তাই মানুষ কিনবার চায় না। 

অন্য আরেক ফল বিক্রেতা নাসির উদ্দিন জানান, ১৫ কেজি আম এনেছি। সারাদিনে মাত্র পাঁচ কেজি বিক্রি করতে পেরেছি। সরবরাহ কম থাকায় দাম অনেক বেশি যার কারণে ক্রেতাদের তেমন একটা আগ্রহ নেই আম ‍কেনার।

বৃহস্পতিবার (৪ মে) রাজধানী নিউমার্কেট এলাকার কয়েকটি ফলের দোকান ঘুরে দেখা যায়, সাতক্ষীরার গোবিন্দ ভোগ জাতের আম বিক্রি হচ্ছে ২২০ টাকায় আবার কোথাও কোথাও ১৬০ টাকায়, হিমসাগর ১৪০। প্রায় সবজায়গায় গোবিন্দ ভোগ জাতের আম দেখা গেলেও পাশাপাশি থাইল্যান্ড জামবুয়া নামের একধরনের বিদেশি জাতের আমের দেখা মিলেছে। যার কেজি প্রতি বিক্রি হচ্ছে ৭০০ টাকা করে।

এব্যপারে ফল কিনতে আসা কয়েকজন ক্রেতা জানান, বাজারে আম বেশি একটা নেই। আর যা আছে তুলনামূলক দাম বেশি হওয়ায় এখন আপাতত আম কিনছি না। কয়েকদিন পর মৌসুমি আমগুলো বাজারে আসবে, তখন দামটা কমে যাবে। সেসময় হয়ত আমরা স্বাচ্ছন্দ্যে কিনতে পারব।

এবছর কোন আম কখন আসছে: 

(৪ মে) থেকে রাজশাহীর গুটি আম সংগ্রহ শুরু হয়েছে। আগামী ১৫ মে থেকে গোপালভোগ আম সংগ্রহ শুরু হবে। ২০ মে থেকে লক্ষণভোগ ও রানীপছন্দ আম সংগ্রহ শুরু হবে। ২৫ মে থেকে হিমসাগর বা খিরসাপাত আম সংগ্রহ শুরু হবে। ৬ জুন থেকে ল্যাংড়া, ১০ জুন থেকে আম্রপালি, ১৫ জুন থেকে ফজলি, ১০ জুলাই থেকে আশ্বিনা, বারি আম-৪, গৌড়মতি আম ও ২০ আগস্ট থেকে ইলামতি আম সংগ্রহ শুরু হবে। 


এনএনবিডি, ডেস্ক: জেড আই

মন্তব্য করুন