• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* ক্ষমতাসীনরা তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে : মির্জা ফখরুল * বছরের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৪২ দশমিক ৬ ডিগ্রি * এই সরকার চোরাবালিতে দাঁড়িয়ে আছে, যেকোনো সময় ডুবে যাবে: রিজভী * মাদকের বকেয়া টাকার জন্য স্ত্রীকে ৩ ধর্ষকের হাতে তুলে দিলেন স্বামী! * ফেসবুক ভিডিও বার্তায় বেনজীর, আমাকে নিয়ে প্রকাশিত সংবাদ অসত্য * রাজনৈতিক দল হিসেবে পরিচয় দেওয়ার যোগ্যতা হারিয়েছে বিএনপি : ওবায়দুল কাদের * তীব্র দাবদাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ৭ দিন বৃদ্ধি * দেশে ইন্টারনেট সেবায় ধীরগতি, কারণ জানালো বিএসসিপিএলসি * বাংলাদেশি শ্রমিকদের দুর্দশা, জাতিসংঘ বিশেষজ্ঞদের উদ্বেগ * চলন্ত লঞ্চে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা

বাংলাদেশে আসা নিশ্চিত করে মার্টিনেজ বললেন, আমি তোমাদের ভালোবাসি

news-details

ছবি : সংগৃহীত


মোহনবাগানের আমন্ত্রণে ভারতে আসার বিষয়টি আগেভাগেই নিশ্চিত ছিল। তখন থেকেই গুঞ্জন উঠেছিল বাংলাদেশেও আসতে পারেন এমিলিয়ানো মার্টিনেজ। জানা গিয়েছিল, মার্টিনেজ নাকি নিজেই আগ্রহ প্রকাশ করেছিলেন লাল-সবুজের দেশে আসতে। আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা এবার নিজেই নিশ্চিত করলেন বিষয়টি। এবং ফেসবুক পোস্টে লিখেছেন, 'আমি তোমাদের ভালোবাসি।'  

আগামী ৩-৫ জুলাই ভারতীয় উপমহাদেশে আসবেন মার্টিনেজ। এই সফরে বাংলাদেশে আসবেন বলে জানিয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক। সোমবার (২৯ মে) নিজের ফেসবুকে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন তিনি।

ভারতে কয়েকটা দাতব্য কর্মকান্ডে অংশগ্রহণ করবেন তিনি, যার একটি হচ্ছে মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে আয়োজিত দাতব্য ম্যাচে প্রধান অতিথি হিসেবে অংশ নেয়া। এছাড়া দর্শক সম্পৃক্তকরণ, স্পন্সরশীপ প্রোগ্রাম এবং ফুটবল প্রমোশনের কাজ করবেন তিনি। নিজের ফেসবুক পোস্টে এসব বিষয়ও জানিয়েছেন মার্টিনেজ।

পোস্টে তিনি লিখেছেন, জুলাইয়ের ৩-৪ তারিখে ভারতীয় উপমহাদেশে সফর করব আমি। এখানে কয়েকটা দাতব্য কর্মকান্ডে অংশগ্রহণ করব যার একটি হচ্ছে মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে আয়োজিত দাতব্য ম্যাচে প্রধান অতিথি হিসেবে অংশ নেয়া। দর্শক সম্পৃক্তকরণ, স্পন্সরশীপ প্রোগ্রাম এবং ফুটবলের প্রমোশনের জন্যও কাজ করব। আমি জানি, কলকাতা এবং বাংলাদেশে আর্জেন্টিনার অনেক ভক্ত রয়েছে। তাদের সাথে দেখা করতে মুখিয়ে আছি।'  


এনএনবিডি ডেস্ক:

মন্তব্য করুন