• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* শ্রীলঙ্কার মূল্যস্ফীতি শূন্যের কোটায় * চট্টগ্রামে জুতার কারখানায় আগুন * সারা দেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত * ভারতের সবচেয়ে বড় পণ্য হলো আওয়ামী লীগ : গয়েশ্বর * ইন্ডিয়া আউট এবং ভারতীয় পণ্য বয়কট, বিএনপির অবস্থান * যে কারণে বাংলাদেশের নির্বাচনে শক্ত অবস্থান থেকে সরে দাঁড়ায় যুক্তরাষ্ট্র * বেরোবিতে ইয়ুথ জার্নালিস্টস ফোরামের কর্মশালা ও ইফতার * ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত * রমজানের তৃতীয় জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল * আবারো অধিনায়ক হচ্ছেন বাবর আজম

বরাতের রাতে উদ্ধার হলো গৃহবধূর গলাকাটা লাশ

news-details

ছবি: সংগৃহীত


জয়পুরহাটের আক্কেলপুরে শবে বরাতের রাতে নিজ বাড়ি থেকে পান্না খাতুন (৩০) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার রায়কালি ইউনিয়নের গুডুম্বা পূর্বপাড়া গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ পান্না খাতুন (৩০) গুডুম্বা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বুধবার সকালে এ তথ্য জানিয়েছেন।

নিহতের প্রতিবেশী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, নিহতের স্বামী সিরাজুল ইসলাম মঙ্গলবার রাতে শবে বরাতের নামাজ পড়তে গ্রামের মসজিদে যান। তিনি রাত আনুমানিক ১২টার দিকে বাড়িতে ফিরে ঘরের ভেতরে প্রবেশ করে দেখতে পান তার স্ত্রীর গলাকাটা মরদেহ মাটিতে পড়ে আছে।

এ সময় তিনি চিৎকার করতে থাকলে প্রতিবেশিরা ছুটে আসেন। তারা এসে পুলিশে খবর দিলে রাতেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। সকালে লাশটি থানায় নিয়ে আসে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তাকে পরিকল্পিতভাবে গলাকেটে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।


এনএনবিডি ডেস্ক :

মন্তব্য করুন