ছবি: সংগৃহীত
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ খেলতে প্রথমবারের মতো রাশিয়ার ফুটবল দল ঢাকায়। আজ সকালে বয়সভিত্তিক দলটি ঢাকায় এসে পৌঁছায়।
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে এই অঞ্চলের দেশগুলোর খেলোয়াড়রাই অংশ নিয়ে থাকে। বয়সভিত্তিক থেকে সিনিয়রদের আসরেও একই নিয়ম ছিল। তবে এবার ব্যতিক্রম হয়েছে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ২০ থেকে ৩১ মার্চ পর্যন্ত হতে যাওয়া সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও ভারত ছাড়াও অন্য দেশগুলোর সঙ্গে থাকছে রাশিয়া।
এবারের টুর্নামেন্টে আর্থিক পৃষ্ঠপোষকতা করতে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবল সংস্থা উয়েফা। তাদের অনুরোধে সাফের এই বয়সভিত্তিক টুর্নামেন্টে খেলছে রাশিয়া।
এনএনবিডি ডেস্ক :
মন্তব্য করুন