• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে ত্রাসের সংস্কৃতি চালু করেছে: ফখরুল * কোচিং-গাইড ব্যবসায়ীরা নতুন কারিকুলামের বিরোধিতা করছে: শিক্ষামন্ত্রী * ইফতারের জন্য চিড়ার লাচ্ছি তৈরির সহজ রেসিপি * রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট * আগামীকাল সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি * চিকিৎসকরা হাসপাতালেই প্র্যাকটিসের সুবিধা পাবেন : স্বাস্থ্যমন্ত্রী * আবারও বাড়লো হজযাত্রী নিবন্ধনের সময় * তাসকিনের আগুনঝরা বোলিংয়ে জয় পেল টাইগাররা * পরিবহন ধর্মঘটে স্তব্ধ জার্মানি, চলছে না বাস-ট্রেন-বিমানও * ৮ ওভারে ১০৪ রানের লক্ষ্য পেল আয়ারল্যান্ড

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

news-details

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু


দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাঁচ রোগীর মৃত্যু হয়েছে। এছাড়াও একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২২৪ জনই ঢাকার বাসিন্দা। এ  সময়ে ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ৬০ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা সর্বমোট ৮৫০ জনের মধ্যে ৭১১ জনই ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে রয়েছেন সর্বমোট ১৩৯ জন রোগী।

চলতি বছরে সর্বমোট ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ হাজার ৫১৬ জন। তাদের মধ্যে ঢাকায় সর্বমোট ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৩২৪ জন এবং ঢাকার বাইরে সর্বমোট ছাড়প্রাপ্ত রোগী এক হাজার ১৯২ জন। এদিকে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে।

এনএনবিডি, ডেস্ক:

মন্তব্য করুন