নারায়ণগঞ্জ, ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে মোছা. আনোয়ারা বেগম (৩৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মানিক পাটোয়ারী (৫৫) পলাতক রয়েছেন।
বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মানিক পাটোয়ারী চাঁদপুর সদরের মুন্সিরহাটি গ্রামের মৃত শরাফত পাটোয়ারীর ছেলে।
এ ঘটনায় নিহত আনোয়ারা বেগমের মেয়ে মোছা. স্বর্ণালী বাদী হয়ে বাবাকে অভিযুক্ত করে রাতেই সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত কয়েক বছর ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে বুধবার বিকেলে মানিক পাটোয়ারী তার স্ত্রীকে ছুরি দিয়ে তলপেটে আঘাত করেন। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এলে মানিক পালিয়ে যান। পরে আনোয়ারাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এনএনবিডি ডেস্ক :
মন্তব্য করুন