• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* বন্ধ হচ্ছে আওয়ামী লীগের ফেসবুক পেজসহ সকল অনলাইন কার্যক্রম * নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয় এখন এনসিপির দলীয় অফিস! * শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আ জ ম ওবায়েদুল্লাহর ইন্তেকাল * ডি-লিট ডিগ্রি পাচ্ছেন ড. মোহাম্মাদ ইউনূস * আ. লীগের নিবন্ধন দ্রুত সময়ের মধ্যে বাতিল করতে হবে: নাহিদ ইসলাম * ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিলেন পুতিন * লুঙ্গি গেঞ্জি মাস্ক পরে বিমানবন্দরে যান সাবেক রাষ্ট্রপতি হামিদ * ভারতের বিরুদ্ধে যেসব সমরাস্ত্র ব্যবহার করেছে পাকিস্তান * ভয়ংকর গোয়েন্দা তথ্য পেয়ে মোদিকে যুদ্ধ বন্ধে চাপ দেয় যুক্তরাষ্ট্র * যুদ্ধবিরতিকে পাকিস্তানের ‘ঐতিহাসিক বিজয়’ দাবি শেহবাজের

ঘুরে আসি রংপুরের ঐতিহ্য তাজহাট জমিদার বাড়ি

news-details

ছবি-সংগৃহীত


ভ্রমণপিপাসু বাঙালি একটু সুযোগ পেলেই ঘুরতে যান। আমাদের আশেপাশে বেড়ানোর জন্য দর্শনীয় অনেক স্থান রয়েছে! তেমনই রংপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক স্থাপনা তাজহাট জমিদার বাড়ি। চাইলে ঐতিহ্যবাহী এ স্থান থেকেও ঘুরে আসতে পারেন।

রংপুর সাহিত্য পরিষদ ও পাবলিক লাইব্রেরির পুরাতন ভবনের অংশ বিশেষ এবং এর পেছনে একটি আধুনিক ইমারত নির্মাণ করে ১৯৮২ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণে রংপুর জাদুঘর কার্যক্রম শুরু হয় । আশির দশকের মাঝামাঝি সময়ে জাদুঘরে প্রদর্শনী ব্যবস্থা গড়ে তোলার কাজ সমাপ্ত করা হয় । এ জাদুঘের প্রদর্শিত নিদর্শন হলো পোড়ামাটির ফলক, অলংকৃত ইট, শিলালিপি, মধ্যযুগের কামান ও প্রাচীন পুথি উল্লেখযোগ্য ।

জমিদার বাড়ি যে সময় বন্ধ-খোলা থাকে :

গ্রীষ্মকালে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আর শীতকালে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাদুঘর খোলা থাকে। মাঝখানে দুপুর ১টা থেকে ১.৩০ পর্যন্ত বন্ধ থাকে। আর সবসময়ের জন্যেই শুক্রবারে জুমার নামাযের জন্য সাড়ে ১২টা থেকে ৩টা পর্যন্ত বন্ধ থাকে। রবিবার সাপ্তাহিক ছুটি এবং সোমবার বেলা ২টা থেকে খোলা থাকে। এছাড়াও কোন বিশেষ দিবস উপলক্ষে জাদুঘর খোলা থাকে।

যেভাবে টিকিট সংগ্রহ করবেন  :

জাদুঘরের গেটের পাশেই রয়েছে টিকেট কাউন্টার। জনপ্রতি টিকেট এর মূল্য বিশ টাকা, তবে পাঁচ বছরের কম বয়সী বাচ্চার জন্যে টিকিট লাগেনা। তবে মাধ্যমিক পর্যায়ের শিশু-কিশোরদের জন্য প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ টাকা। সার্কভুক্ত বিদেশি দর্শনার্থীর জন্যে টিকেট মূল্য একশত টাকা এবং অন্যান্য বিদেশি দর্শকদের জন্য টিকেটের মূল্য দুইশত টাকা করে।

যাবেন যে ভাবে :

ঢাকা থেকে কুড়িগ্রামের বাসে উঠলে রংপুর জাদুঘরের সামনে নামা যায়। তাছাড়াও রংপুর বাসস্ট্যান্ড থেকে জাদুঘরের গেট পর্যন্ত ২০টাকায় অটো রিকশা বা রিকশায় যাওয়া যায়। চাইলে ব্যক্তিগত গাড়ি নিয়েও ভ্রমণ পিপাসুরা যেতে পারেন রংপুর তাজহাটের বিখ্যাত জমিদার বাড়ি।


জেলা সংবাদদাতা

মন্তব্য করুন