• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* যুদ্ধ চাই না, তবে আক্রমণ করলে সমুচিত জবাব: প্রধানমন্ত্রী * বান্দরবানে দুই ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ৬ * ফিফটির পর মুশফিকের ৭ হাজার রান পূর্ণ * আবারও সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, পেছাল বাংলাদেশ * মস্কো পৌঁছালেন শি জিনপিং * দাফনের সাড়ে ৬ মাস পর কবর থেকে লাশ উত্তোলন * বান্দরবানে ট্রাক-চাঁদের গাড়ির সংঘর্ষে নিহত ৪ * রাইসিকে সৌদি ভ্রমণের আমন্ত্রণ জানালেন বাদশা সালমান * ইরাক যুদ্ধের ২০ বছর, সাদ্দামকে হটিয়ে কী পেল ইরাকিরা? * আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি

ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ টাইগারদের

news-details

ছবি: সংগৃহীত


সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেট ব্যাটিং সহায়ক। সেখানে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৮১ রানে ফিরে যান তিন টপ অর্ডার ব্যাটার তামিম ইকবাল, লিটন দাস ও নাজমুল শান্ত। সেখান থেকে ওয়ানডে ক্রিকেটে ৮ উইকেটে নিজেদের সর্বোচ্চ ৩৩৮ রান তুলেছে টাইগাররা। 

এর আগে বাংলাদেশের সর্বোচ্চ ওয়ানডে রান ছিল ৮ উইকেটে ৩৩৩। ইংল্যান্ডের নটিংহ্যামে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে ওই রান করেছিল বাংলাদেশ। ওই বিশ্বকাপেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৬ উইকেটে ৩৩০ করেছিলেন সাকিব-মুশফিকরা। 

আয়ারল্যান্ডের বিপক্ষে বড় সংগ্রহের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন সাকিব আল হাসান, তৌহিদ হৃদয় ও মুশফিকুর রহিম। সাকিব ও হৃদয় ১২৫ রানের জুটি গড়েন। ফিরে যাওয়ার আগে সাকিবের ব্যাট থেকে আসে ৮৯ বলে নয়টি চারের শটে ৯৩ রানের ইনিংস। ওয়ানডে ফরম্যাটে সাত হাজার রানের কীর্তি গড়েছেন তিনি।

ওয়ানডে অভিষেক হওয়া তৌহিদ হৃদয় ৮৫ বলে ৯২ রানের ইনিংস খেলেছেন। আটটি চার ও দুটি ছক্কা হাঁকিয়ে সাকিবের মতো সেঞ্চুরি বঞ্চিত হন এই তরুণ। এছাড়া মুশফিকের ব্যাট থেকে ২৬ বলে তিনটি চার ও তিন ছক্কায় আসে ৪৪ রানের ঝড়ো ইনিংস।


এনএনবিডি ডেস্ক :

মন্তব্য করুন