• , |
  • ঢাকা, বাংলাদেশ ।
সর্বশেষ নিউজ
* ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত * রমজানের তৃতীয় জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল * আবারো অধিনায়ক হচ্ছেন বাবর আজম * পায়ুপথে ৭০ লাখ টাকার স্বর্ণ! * ভুটানের রাজাকে সোনাহাট স্থলবন্দরে গার্ড অব অনার ও বিদায়ী সংবর্ধনা প্রদান * জলদস্যুদের সাথে ২৩ নাবিকের মুক্তিপণের বিষয়ে এখনো কথা হয়নি: কবির গ্রুপ * ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের * গাজায় থামছেনা ইসরায়েলি বর্বরতা, নিহত আরও ৬২ ফিলিস্তিনি * প্রতিদ্বন্দিতা ছেড়ে ব্যবসায় হাত মেলালেন আম্বানি-আদানি * সিরিয়ার অভ্যন্তরে ইসরাইলি হামলায় নিহত ৩৬ সেনা

আগারগাঁয় ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে নিহত ১

news-details

ছবি : সংগৃহীত


রাজধানীর আগারগাঁও বিজ্ঞান জাদুঘর এলাকায় ইংরেজি নববর্ষ বরণকে ঘিরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে মো. ফিরোজ আহমেদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে তিনটার দিকে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে  ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ফিরোজ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ২৮নং ওয়ার্ডের কার্যকরী সদস্য ছিলেন।

নিহতের বাবা টিপু সুলতান জানান, আমার ছেলে রাজনীতি করতো না। একটি প্রতিষ্ঠানের চাকরি করতো। গতরাতে ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে ঢাকা উত্তর ২৮নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মুরাদ হাসান ও শেরেবাংলা থানা ছাত্রলীগ সভাপতি গাজী নাজমুল হাসান সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আমার ছেলে চুরিকাঘাতে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, শেরেবাংলানগর আগারগাঁও তালতলা এলাকার ৪৩/১/এ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন তারা। চার ছেলের মধ্যে সবার বড় ছিল ফিরোজ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।


এনএনবিডি, ঢাকা

মন্তব্য করুন