নাটোরের লালপুরে একটি পানিশূণ্য ডোবা থেকে ঈশা খাতুন (৪) নামের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ঈশা খাতুন উপজেলার সাধুপাড়া গ্রামের ইলিয়াস আলীর মেয়ে।
মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর ১টার দিকে আড়বাব ইউনিয়নের সাধুপাড়া গ্রামের একটি আম বাগানে পানিশূন্য ডোবা থেকে তার বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।
লালপুর থানার ওসি ফজলুর রহমান জানান, মঙ্গলবার সকাল থেকেই ঈশা খাতুনকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে মঙ্গলবার দুপুর ১টার দিকে সাধুপাড়া গ্রামের ফজল আলীর বাড়ির পাশে নুরুদ্দিনের আমবাগানে পানিশূন্য এক ডোবা থেকে ঈশার বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।
ময়নাতদন্তের জন্য নিহতের লাশ নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কে বা কারা ঈশাকে শ্বাসরোধে হত্যা করে বস্তার ভিতরে করে পানিশূণ্য ডোবায় ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার প্রকৃত কারন বলা যাবে। দোষীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যহত রয়েছে বলে জানান তিনি।